রাব্বি আইটি বর্তমানে ১৭০টিরও বেশি দেশে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আইটি সেবা দিয়ে যাচ্ছি।
টেকভিশন২৪ প্রতিবেদক: ফ্রিল্যান্সিং হলো স্বাধীন বা মুক্তপেশা। এই পেশাজীবীরা অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ খুঁজে নেন। এই পেশায় ব্যক্তি নিজেই ঠিক করতে পারেন, তিনি কতটা সময় এবং কত টাকার কাজ করবেন। উন্নত বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে একজন কর্মী নিয়োগে যে পরিমাণ বেতনসহ নানা সুযোগ-সুবিধা দিতে হয়, তার মাত্র ১০-২০ শতাংশ ব্যয় করে প্রতিষ্ঠানগুলো তৃতীয় বিশ্বের দক্ষ প্রযুক্তিবিদদের মাধ্যমে কাজগুলো করিয়ে নিচ্ছে।
এ খাতে বাংলাদেশের দক্ষ ফ্রিল্যান্সারদের ট্রিলিয়ন ডলারের রেমিটেন্স আয়ের বিপুল সুযোগ উন্মুক্ত রয়েছে। এখন আমাদের সোসাইটিকে ফ্রিল্যান্সিং খাতের কাজ সম্পর্কে সচেতন ও স্বচ্ছ ধারণা নিতে হবে। এর ফলে ভবিষ্যতে গামেন্টস খাতের মতো সমান রেমিটেন্স আয়ের মাধ্যমে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার বিশাল সম্ভাবনাময় খাত হবে ফ্রিল্যান্সিং খাত।
এই ধারাবাহিকতায় টাঙ্গাইলের মধুপুর উপজেলার পালবাড়ি গ্রামে ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান রাব্বি আইটি ফার্মের উদ্যোগে ‘ফ্রিল্যান্সার কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) প্রতিষ্ঠানটির নিজ কার্যালয়ে অনুষ্ঠিত ফ্রিল্যান্সার কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফডিএসের চেয়ারপারসন ডা. তানজিবা রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ডা. তানজিবা রহমান বলেন, ‘শুধু অবকাঠামোর দিক দিয়ে নয়, মধুপুরের প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর আইটি ফার্ম থাকবে—এটা বাংলাদেশের উন্নয়নেরই ধারাবাহিকতা। ফ্রিল্যান্সার, যাদেরকে আমি বলি ‘‘ডিজিটাল রেমিটেন্স যোদ্ধা’’। রাব্বি আটটি ফার্মের কর্ণধারকে ধন্যবাদ জানাই এই চমৎকার উদ্যোগের জন্য। একইসঙ্গে আমাদের বিএফডিএসের জেলা প্রতিনিধিদেরকেও ধন্যবাদ।’
তিনি আরও বলেন, ‘রাতে ভিডিও দেখলে সকালে ২০০ ডলার ইনকাম করা যায়—বিষয়টি আসলে তা নয়। ফ্রিল্যান্সিং এমন একটি দক্ষতার পেশা, আপনি দেশে চাকরি পান না, বিদেশি প্রতিষ্ঠানের কাজ নিয়ে আসার মতো সমান দক্ষতা থাকলেই কেবল ফ্রিল্যান্সিং করা যায়। শুধু ফ্রিল্যান্সিংয়ে বৈধ পথে দেশে রেমিটেন্স বা টাকা আনা যায়। প্রতিটি জেলায় যদি রাব্বির মতো উদ্যোক্তা তৈরি হয়, প্রতিটা জেলায় ৪০ হাজার কর্মসংস্থানের সুযোগ আসবে। দেশে রেমিটেন্স আসবে। আয় করতে কোনো ম্যাজিক নেই, অবশ্যই দক্ষতা লাগবে। কতখানি দক্ষ হলে আমার একটজন রেমিটেন্স যোদ্ধা দেশে কোটি কোটি টাকা নিয়ে আসতে পারে—সেটা আমাদের বুঝতে হবে। আমাদের সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার দেশে ১৫০ বিলিয়ন ডলার এনেছে এবং ৭০ শতাংশ দেশের বাহিরে থাকে যা প্রায় ৫ বিলিয়নের সমান।’
রাব্বি আইটি ফার্মের কর্ণধার মোহাম্মদ রেজওয়ান আহমেদ বলেন, ‘২০১৫ সাল থেকে আমরা বর্তমানে ১৭০টিরও বেশি দেশে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আইটি সেবা দিয়ে যাচ্ছি। আমাদের সেবাগুলোর মধ্যে রয়েছে ইউআইএক্স ডিজাইন, এসইও, ডিজিটাল মার্কেটিং, গেস্ট পোস্টিং, লিঙ্ক বিল্ডিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্টের মতো নানান প্রযুক্তিসেবা।’
তিনি আরও বলেন, ‘আমাদের এখনো রেমিটেন্স নিয়ে আসতে প্রচুর ঝামেলা পোহাতে হয়। কারণ আমাদের দেশে পেপ্যাল নেই। ফলে এত সমস্যা। বর্তমানে রেমিটেন্স আনছি স্ট্যাইপ এবং প্যাডেলের ট্রান্সফার ওয়াইজ প্ল্যাটফর্মের মাধ্যমে। সেখান থেকে ব্র্যাক ব্যাংক এবং ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স নিয়ে আসি। আমাদের নিজস্ব অফিস ভবনে বর্তমানে ৫০ জনের বেশি স্থানীয় দক্ষ তরুণ–তরুণী কাজ করছেন। বর্তমানে আমাদের হাতে যে পরিমাণ কাজ আসছে, তাতে নতুন করে আরো ৫০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে আমরা পাঁচ শতাধিক তরুণের কর্মসংস্থানের সৃষ্টি করার লক্ষ্যে কাজ করছি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রতিষ্ঠানের কর্মকর্তা, ঢাকা থেকে আগত অতিথি ও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা