টেকভিশন২৪ ডেস্ক: ফোর্বস–এর তালিকায় স্থান পাওয়া তরুণেরা হলেন আজিজ আরমান, তাসফিয়া তাসবিন ও রুবাইয়াত ফারহান, জাহ্নবী রহমান, দীপ্ত সাহা এবং সারাবান তাহুরা ও আনোয়ার সায়েফ।
বাংলাদেশের ৭ তরুণ টেকনোলজি, কনজ্যুমার, গনমাধ্যম, বিপণন, বিজ্ঞাপন ও সামাজিক প্রভাব ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে।
কাল যখন আমরা আমাদের তরুণদের এই সাফল্যের কথা শুনেছি ঠিক তখনই আমাদের মন ভারাক্রান্ত ছিল পর পর দুইদিনে দুই তরুনের আত্মহননের খবরে। ২০২২ সালের হিসেবে প্রতিদিনই কোন না কোন তরুণ আত্মহননের পথ বেছে নিচ্ছে।
একদিকে পরিশ্রম, একাগ্রতা দিয়ে সাফল্যের সিঁড়িতে পা রাখা তরুণ অন্যদিকে হতাশা, ক্লেদ আর মাদকাসক্ত তরুণ। হতাশ, পিছিয়ে পড়া আর জীবনের লড়াই-এ হেরে গিয়ে আত্মহননের পথে আগুয়ান তরুণদেরকে উচ্ছল আলোময় সাফল্য ও উচ্ছাসে টেনে আনার কী কোন রাস্তা নাই?