ফেসবুক-ইউটিউবে ফিরলেন ট্রাম্প

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই বছর পর ফেসবুক ও ইউটিউব অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন। নিজের ফেসবুক ও ইউটিউব অ্যাকাউন্টে ১২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে লিখেছেন,‘আই অ্যাম ব্যাক।’

ভিডিওটি মূলত ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর দেওয়া ভাষণের একটি ছোট অংশ। সেখানে ট্রাম্প বলেছেন, ‘তোমাকে অপেক্ষা করানোর জন্য দুঃখিত।’

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকে ট্রাম্পের মোট ফলোয়ারের সংখ্যা ৩ কোটি ৪০ লাখ। আর ইউটিউবে সাবস্ক্রাইবার রয়েছে মোট ২৬ লাখ।

ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে এক টুইট বার্তায় ইউটিউব লিখেছে, ‘আজ থেকে ট্রাম্পের চ্যানেল নিষেধাজ্ঞামুক্ত। তিনি চাইলে নতুন কনটেন্ট আপলোড করতে পারবেন।’

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পর ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা ওয়াশিংটনে ক্যাপিটল হিল ভবনে ব্যাপক ভাঙচুর চালিয়েছিল। ওই সময় সমর্থকদের দাঙ্গায় উসকে দেয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। এর এক দিন পরে ফেসবুক থেকে ট্রাম্পকে নিষিদ্ধ করা হয়।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন