ইনস্ট্যান্ট গেম বা সংক্ষেপে আইজির নতুন একটি ডিস্ট্রিবিউশন মডেলের ঘোষণা দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এর মাধ্যমে ডেভেলপাররা ফেসবুকে সরাসরি তাদের ডেভেলপড গেম পাবলিশ করতে পারবেন। এমনকি গেমটি যদি ডেভলপমেন্টের প্রাথমিক পর্যায়েও থাকে।
দ্য স্টেটসম্যানের সূত্রে একটি ব্লগপোস্টে মেটা জানায়, ফেসবুক ব্যবহারকারীদের কাছে সরাসরি গেম উন্মুক্ত করার ক্ষেত্রে ডেভেলপারদের জন্য একটি উপায় বের করা যায় এমন কিছু করার ঘোষণা দিচ্ছি আমরা। এমন কী সেটি যদি ডেভেলপমেন্টের প্রাথমিক পর্যায়ে থাকে এবং কোয়ালিটি গাইডলাইন অনুযায়ী ব্লক করা থাকলেও।
নতুন এই প্রক্রিয়ায় প্রতিষ্ঠানটি প্লে-ল্যাব নামে একটি টায়ার আনে যার মাধ্যমে যেসব গেম কোয়ালিটি রিভিউতে পাস করার কথা না সেসব গেমকেও প্লে করানো যাবে। তবে এর মাধ্যমে পরীক্ষা এবং ব্যবহারকারীদের ফিডব্যাক নেওয়া হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটি উচ্চমানের এবং উচ্চ পারফর্মেন্সের গেমের জন্য প্লে-ট্যাব নামে নতুন একটি ডিস্ট্রিবিউশন টায়ার আনতে যাচ্ছে।
ছাড়া মেটা নতুন একটি ফেসবুক স্টোরিজ এপিআই আনতে যাচ্ছে যার মাধ্যমে ডেভেলপার, ক্রিয়েটর এবং ব্র্যান্ডগুলো থার্ড পার্টি ডেস্কটপ বা ওয়েব অ্যাপের মাধ্যমে সরাসরি ফেসবুক স্টোরি শেয়ার করতে পারবে।