টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নবনিয়োগপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোঃ আরিফুর রহমান (২৫ ডিসেম্বর ২০২০) টুঙ্গিপাড়ায় স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
শ্রদ্ধার্ঘ্য অপর্ণের পর জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
এ সময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উর্ধ্বতন প্রকৌশলী ও কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন, ডিপ্লোমা প্রকৌশলী ও সরকারি কর্মচারি সমিতির নেতৃবৃন্দ এবং গোপালগঞ্জ আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ, জেলা উপজেলা প্রশাসন এর কর্মকর্তাবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
জাতির পিতার সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পন শেষে প্রধান প্রকৌশলী টুংগিপাড়া টি এস সি সহ কয়েকটি নির্মাণ সাইট পরিদর্শন করেন।