টেকভিশন২৪ ডেস্ক : ১২ ঘণ্টা, একদিন বা দুইদিন নয়৷ ব্যাটারি একবার চার্জ করলে পুরো এক সপ্তাহ সচল থাকবে স্মার্টফোন। শুনতে অবাক লাগলেও এমন স্মার্টফোন এনেছে এনার্জাইজার। ফলে আইফোনের তুলনায় তিনগুণ বেশি ব্যাটারি ব্যাকআপ মিলবে এই ফোনে।
ব্যাটারির আকার বড় হওয়ায় এনার্জাইজার পি২৮কে স্মার্টফোনটি ওজনেও অনেক ভারি হবে। প্রায় ৩ সেন্টিমিটার পুরু এই স্মার্টফোনের ওজন ৫০০ গ্রামের কাছাকাছি। ফোনটি একবার সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে দেড় ঘণ্টা। একবার চার্জে টানা ১২২ ঘণ্টা কথা বলা যাবে। আবার ফোনটি ব্যবহার করা না হলে তিন মাসের বেশি সময় সচল থাকবে ব্যাটারি। ফোনের পর্দার উজ্জ্বলতা কম রাখলে স্মার্টফোনটিতে টানা ১১ ঘণ্টা ওয়েবসাইট দেখা যায়। ফোনটিতে আছে ২৮ হাজার এমএএইচের ব্যাটারি। এত বড় ব্যাটারি হওয়ায় এর স্ট্যান্ডবাই সময় ২ হাজার ২৫২ ঘণ্টা।
ফোনটির দাম পড়বে ২১৫ পাউন্ড। আগামী অক্টোবরে ফোনটি বাজারে পাওয়া যাবে। তবে ফোনটি ফাইভজি প্রযুক্তি সমর্থন করবে না। এনার্জাইজার পি২৮কে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের ফোনটিতে থাকবে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি জায়গা। সেলফি ও পেছনের ক্যামেরাও উন্নত হবে। পাশাপাশি ১০৮০ পিক্সেলের এলসিডি ডিসপ্লের ফোনটির পর্দার দৈর্ঘ্য ৬ দশমিক ৭৮ ইঞ্চি।
সূত্র: ডেইলি মেইল ডট কো ডট ইউকে