শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬
26 C
Dhaka

দেশের স্মার্টফোনের বাজারে ইনফিনিক্সের নতুন চমক ‘নোট ১০’

আকর্ষণীয় ডিজাইনের মনোমুগ্ধকর এই স্মার্টফোনটিতে রয়েছে– ‘হেলিও জি৮৫ গেমিং প্রসেসর, .৯৫এফএইচডি+ সুপারফ্লুইড ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রানাইট ক্যামেরা সহ সর্বাধুনিক সব প্রযুক্তি। আগামী  ২৯সেপ্টেম্বর থেকে মাত্র ১৫ হাজার ৯৯০ টাকায় দেশের যেকোনো প্রান্ত থেকে সর্বাধুনিক প্রযুক্তির এই স্মার্টফোনটি কিনতে পারবেন গ্রাহকরা। প্রিঅর্ডারে থাকছে নিশ্চিত উপহার।

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের চাহিদার কথা মাথায় রেখে আকর্ষণীয় ডিজাইনের প্রিমিয়াম স্মার্টফোন সিরিজ ‘নোট ১০’ বাজারে এনেছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড ‘ইনফিনিক্স’। সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ এই ডিভাইসটি ব্যবহার করে দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি বিনোদন উপভোগের ক্ষেত্রে অনন্য এক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন ব্যবহারকারী। ‘নোট ১০’ সিরিজের এই স্মার্টফোনটি দামের তুলনায় অন্যান্য মোবাইলের চেয়ে ব্যবহার উপযোগী ও বৈচিত্র্যময় হওয়ায় এটিকে বাংলাদেশের বাজারে “গেম চেঞ্জার” হিসেবে বিবেচনা করছে ইনফিনিক্স। যেহেতু ব্র্যান্ডটির থিম “ফিউচার ইজ নাও”, তাই তরুণদেরকে তাদের চাওয়ার প্রতি আরো উদ্বুদ্ধ করার মাধ্যমে সেটি বাস্তবায়নে অনুপ্রাণিত করাই ইনফিনিক্সের লক্ষ্য।

চমৎকার এই স্মার্টফোনটিতে রয়েছে- মিডিয়াটেক গেমিং প্রসেসর হেলিও জি৮৫, ৬.৯৫” এফএইচডি+ সুপার-ফ্লুইড ডিসপ্লে, একটি ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-নাইট ক্যামেরা এবং ডিটিএস সম্বলিত সিনেম্যাটিক ডুয়েল স্পিকার। এসব ফিচার তরুণদের কাছে ডিভাইসটিকে আরো কাঙিক্ষত স্মার্টফোনে পরিণত করবে।

মিডিয়াটেক হেলিও জি৮৫ গেমিং প্রসেসরে থাকছে ৬৪-বিট অক্টা-কোর প্রসেসর, যেটিতে রয়েছে ২.০ গিগাহার্টজের দুটি পারফরম্যান্স কোর এআরএম কর্টেক্স-এ৭৫ এবং ১.৮ গিগাহার্টজ ক্ষমতার ছয়টি পাওয়ার-ইফিসেন্ট কোর কর্টেক্স-এ৫৫ সিপিইউ। এটি দ্রুতগতির জিপিইউগুলোর মধ্যে অন্যতম, যার এআরএম এমএএলআই-জি৫২ এমসি২ জিপিইউ, ক্লকিং ১ গিগাহার্টজ। ইনফিনিক্স ‘নোট ১০’ স্মার্টফোনে রয়েছে ৬ জিবি র‌্যাম এবং প্রায় ১২৮ জিবি’র মেমোরি স্টোরেজ।

এই স্মার্টফোনের ৬.৯৫ ইঞ্চি এফএইচডি+সুপার-ফ্লুইড ডিসপ্লের অসাধারণ ব্রাইটনেস ব্যবহারকারীদেরকে প্রাণবন্ত দৃশ্য দেখার অনুভূতি প্রদান করবে। এছাড়া ডিভাইসটিতে ১৫০০:১ কালার কনট্রাস্ট রেশিও থাকায় ব্যবহারকারীরা নির্বিঘ্নেই স্পষ্ট ছবি ও চিত্তাকর্ষক ভিডিও উপভোগ করতে পারবেন।

‘নোট ১০’ এর অত্যাধুনিক ক্যামেরা দিয়ে দিনে-রাতে যেকোনো অবস্থার নৈসর্গিক ছবি তুলতে পারবেন ব্যবহারকারীরা, যা পেশাদার ও সৌখিন ফটোগ্রাফারদেরকে অনায়াসেই নিখুঁত ও মনোমুগ্ধকর ছবি তোলার সুবিধা দিবে। অধিকন্তু, ‘নোট ১০’ তার নিজস্ব উন্নত প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তার ১৬ মেগাপিক্সেল বিউটি সেলফি ক্যামেরা এবং সামনের ফ্ল্যাশ ব্যবহার করে স্মার্ট সেলফি তুলতে পারে।

ভিডিও ধারণের ক্ষেত্রে ‘নোট ১০’ বেশ কিছু বাড়তি সুবিধা নিয়ে এসেছে। এই স্মার্টফোনের মাধ্যমে ব্যবহারকারীরা সামনের ও পেছনে- উভয় ক্যামেরা দিয়েই ২কে রেজ্যুলেশনের ভিডিও ধারণ করতে পারবেন। আরো রয়েছে- অটো-ব্লার ভিডিও শ্যুটিং সুবিধাও, যা ব্যবহারকারীকে ঝামেলা ছাড়াই সহজ রেকর্ডিংয়ের সুবিধা প্রদান করবে।  

ইনফিনিক্স ‘নোট ১০’ এক্সওএস ৭.৬ ভিত্তিক অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চালিত। ব্যবহারকারীরা এই ফোনের মাধ্যমে নিত্যদিনের প্রয়োজনীয় কাজ- যেমন: এক্সনোট ৫.০ ব্যবহার করে নোট করা ও প্রতিদিনের ভাবনাগুলোও লিখে রাখতে পারবেন।

আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ইনফিনিক্সের প্রিমিয়াম ‘নোট ১০’ স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। মাত্র ১৫ হাজার ৯৯০ টাকায় দেশের যেকোনো প্রান্ত থেকে সর্বাধুনিক প্রযুক্তির এই স্মার্টফোনটি সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। ৯৫° ব্ল্যাক ও এমারল্ড গ্রিন- এই দু’টি রঙের মধ্য থেকে নিজের পছন্দের ‘নোট ১০’ স্মার্টফোনটি বেছে নিতে পারবেন দেশের স্মার্টফোনপ্রেমীরা।  

আগ্রহীরা ২৮ সেপ্টেম্বরে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘পিকাবো’https://pkbo.app/note-10-6gb-128gb থেকে সহজেই ইনফিনিক্সের নতুন ‘নোট ১০’ স্মার্টফোনটি প্রি-অর্ডার করতে পারবেন। অনলাইন এই প্রি-অর্ডারে স্মার্টফোনপ্রেমীদের জন্য উপহার হিসেবে থাকছে- ওয়াটারপ্রুফ ওয়্যারলেস এয়ারবাড। সর্বাধুনিক এই এয়ারবাড গ্যাজেটটি ব্যবহার করে ক্রিস্টাল-ক্লিয়ার সাউন্ড উপভোগ করতে পারবেন গ্রাহকরা। এছাড়া চারপাশের অবাঞ্চিত শব্দ দূষণ এড়াতে ‘এনভায়রনমেন্ট নয়েজ ক্যানসেলেশন’ অপশনের পাশাপাশি প্রায় ৩০ দিনের ব্যবহার উপযোগী ২ হাজার এমএএইচ ব্যাটারি সুবিধাও পাচ্ছেন ব্যবহারকারীরা।

এ প্রসঙ্গে ইনফিনিক্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লুয়ি বলেন, “বাংলাদেশের গ্রাহকদের সাথে ‘নোট ১০’ এর পরিচয় করিয়ে দিতে পেরে ইনফিনিক্স দারুণ উচ্ছ্বসিত। সর্বশেষ প্রযুক্তিসমৃদ্ধ আমাদের স্মার্টফোনগুলোর মাধ্যমে গ্রাহকদের মন জয় করার অভিপ্রায় নিয়ে আমরা আমাদের পথচলা শুরু করেছি। ‘নোট ১০’ ডিভাইসটিতে একাধারে- নান্দনিকতা, স্টাইল, উদ্ভাবনী চিন্তা ও ব্যবহার উপযোগীতার চমৎকার সংমিশ্রণ ঘটানো হয়েছে। তাই যেকোনো পেশাজীবী ও বিনোদনপ্রেমীরা তাদের নিত্যদিনের কাজ-কর্মে আরো রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করতে নতুন এই স্মার্টফোনটি ব্যবহার করতে পারেন।”

‘নোট ১০’ এর সাথে বাংলাদেশের তরুণদের সম্পর্ক তুলে ধরে তিনি আরো বলেন, “বাংলাদেশ দ্রুতই ডিজিটালাইজেশনে দিকে এগিয়ে যাচ্ছে। এমন অবস্থায় স্মার্টফোন ব্যবহারকারীরা ঠিক সেই ফোনটিই খুঁজছেন, যেটি আকর্ষণীয় ডিজাইন ও সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে তাদেরকে পরিপূর্ণ অভিজ্ঞতা দিতে পারবে।”

এই সপ্তাহের জনপ্রিয়

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

ডিডিআই এক্সপোতে যত “সেমিনার এবং প্যানেল আলোচনা”

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

শাওমি স্মার্ট লাইফস্টাইল পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপণ্যের প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন (ডিডিআই)...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সাফল্য ও অবারিত সম্ভাবনাকে...

ডিডিআই এক্সপোতে যত “সেমিনার এবং প্যানেল আলোচনা”

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি