টেকভিশন২৪ ডেস্ক : ভোগ ম্যাগাজিন ও নিউ ইয়র্কার-এর মতো ব্র্যান্ডের মালিকানা কোম্পানি কন্দে নাস্টে সাথে কনটেন্ট বিষয়ক চুক্তি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ওপেনএআই। এর ফলে এসব ব্র্যান্ডের বিভিন্ন কনটেন্ট ব্যবহার করতে পারবে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
খবরে বলা হয়, গত মঙ্গলবার ওপেনএআই বহু বছরের এ অংশীদারিত্ব চুক্তির ঘোষণা দিয়েছে। যদিও চুক্তির আর্থিক শর্ত প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, গত কয়েক মাসে বিভিন্ন মিডিয়া ও কোম্পানি, যেমন ‘টাইম ম্যাগাজিন’, ‘ফাইনান্সিয়াল টাইমস’, বিজনেস ইনসাইডারের মালিক ‘অ্যাক্সেল স্প্রিংগার’, ফ্রান্সের ‘ল্য মঁদ’, স্পেনের ‘প্রিসা’ মিডিয়ার সঙ্গে একই ধরনের চুক্তিতে এসেছে ওপেনএআই। মূলত কনটেন্টই যেহেতু এআই মডেলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই কনটেন্ট বিষয়ক কোম্পানির সাথে অংশীদারিত্বে যাচ্ছে ওপেনএআই।