টেকভিশন২৪ ডেস্ক: ব্যবসায় ব্যবস্থাপনা সফটওয়্যার কোম্পানি ওডো বাংলাদেশে বিজনেস শো আয়োজন করেছে। সম্প্রতি ঢাকা ও চট্টগ্রামে এই বিজনেস শো অনুষ্ঠিত হয়।
গত ১৪ অক্টোবর চট্রগ্রামে রেডিসন হোটেলে এবং ১৬ অক্টোবর দ্য ওয়েস্টিন ঢাকাতে অনুষ্ঠিত ওডো বিজনেস শো’তে ওডোর ব্যবসায়িক ইতিহাস, বর্তমান সফটওয়্যার সল্যুউশন, ব্যবসায় প্রবৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
ওডোর রিজিওনাল পার্টনার পরিচালক শরিফুল আলম বলেন, ব্যবসাকে আরো গতিশীল করতে ওডো সফটঅয়্যার বাংলাদেশে গত ২বছর ধরে ব্যবসায়িদের সেবা দিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমরা এবার চট্রগ্রাম ও ঢাকায় দুটি বিজনেস শো আয়োজন করি, যেখানে হাজারের অধিক বিভিন্ন সেক্টরের ব্যবসায়িরা অংশ গ্রহন করেন।

ওডো মূলত ওপেন সোর্স ব্যবসায়িক অ্যাপ যা আপনার কোম্পানির সমস্ত প্রয়োজনীয়তা কভার করে: যেমন CRM, eCommerce, অ্যাকাউন্টিং, ইনভেন্টরি, পয়েন্ট অফ সেল, প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইত্যাদি।
এই আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে ছিলো বাংলাদেশি সফটওয়্যার প্রতিষ্ঠান ব্রেন স্টেশন২৩, কল্পলোক, বিজেআইটি এবং মনস্টারল্যাব।

