টেকভিশন২৪ ডেস্ক: বিগত সরকারের আমলে করা বা আগে থেকে বিদ্যমান সব নিবর্তনমূলক আইনের তালিকা করেছে সরকার। এসব আইন বাতিল অথবা প্রযোজ্য ক্ষেত্রে শিগগিরই সংশোধন করা হবে।
- Advertisement -
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেছেন, সন্ত্রাস দমন আইন ও ডিজিটাল/সাইবার নিরাপত্তা আইনে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে। সাইবার নিরাপত্তা আইনসহ বাংলাদেশে বিদ্যমান সব কালো আইনের তালিকা করা হয়েছে। অতি সত্বর এসব কালো আইন বাতিল ও প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন করা হবে।


