বিশ্বব্যাপী প্রায় ১,০০০ কর্মী ছাঁটাই করতে চলেছে জেনারেল মোটরস (জিএম), যার বেশিরভাগই যুক্তরাষ্ট্রে। শুক্রবার একটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
জিএম এক বিবৃতিতে জানিয়েছে যে তারা কিছু কর্মী ছাঁটাই করেছে, তবে সংখ্যা উল্লেখ করেনি।
প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে এবং আমাদের গতি এবং উৎকর্ষ নিশ্চিত করতে করতে ক্রমাগত প্রচেষ্টার অংশ হিসেবে আমরা সামান্যসংখ্যক কর্মী ছাঁটাই করছি বলে জানিয়েছে কোম্পানিটি।
জিএম তাদের ইলেকট্রিক ভেহিকল (ইভি) এবং সফটওয়্যারের ব্যবসায় নেতৃত্ব দেওয়ার জন্য কাজ করছে, যা অত্যন্ত ব্যয়বহুল। প্রতিষ্ঠানটি আগামী বছরে ইভি থেকে ২ থেকে ৪ বিলিয়ন ডলারের ক্ষতি কমানোর লক্ষ্য নিয়েছে।
মিশিগানের ওয়ারেন টেক সেন্টারে ৫০৭ কর্মী ছাঁটাই করা হয়েছে বলে একটি রাজ্য ফাইলিংয়ে উল্লেখ করা হয়েছে। এর আগে আগস্ট মাসে, জিএম তাদের সফটওয়্যার বিভাগের ১,০০০ এরও বেশি কর্মী ছাঁটাই করেছিলো। সেপ্টেম্বর মাসে, প্রতিষ্ঠানটি কানসাসের একটি উৎপাদন প্ল্যান্ট থেকে প্রায় ১,৭০০ কর্মী ছাঁটাই করেছে।
বিশ্লেষকদের মতে, টেসলা এবং চীনের শক্তিশালী অটো কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতার চাপই এই ছাঁটাইয়ের মূল কারণ।