শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৯:৩৫ পূর্বাহ্ণ
27 C
Dhaka

বাজারে আসুস আরওজি সিরিজের নতুন গেমিং মনিটর

টেকভিশন২৪ ডেস্ক: গেমারদের জন্য এবার বাজারে আরওজি সিরিজের ২৭” ওএলইডি মনিটর বাজারে নিয়ে আসলো আসুস, যার মডেলঃ পিজি২৭একিউডিএম। ২৫৬০x১৪৪০ রেজুলেশন নিয়ে ২৪০ হার্টযের রিফ্রেশ রেট সাথে .০৩ মিলিসেকেন্ড রেসপন্স টাইম গেমিং এ নতুন এক অভিজ্ঞতা প্রদান করবে।

- Advertisement -

১৬:৯ এস্পেক্ট রেশিও এই মনিটরে রয়েছে ওএলইডি প্যানেল, যা ডিসপ্লে ওইজেড সেন্টার থেকে সহজে চালু করা যায়। ওএলইডি প্যানেলটি অনেক বেশি কালার কন্ট্রাস্ট দিতে সক্ষম। সাইড থেকে দেখে এই মনিটরে কোন নেগেটিভ কালার পাওয়া যায়নি। এতে ট্রু ১০ বিট কালার ডেপথ ৪৫০ সিডি/এম২ ম্যাক্স ব্রাইটনেস  ১০০০ নিটস এইচডিআর পিক ব্রাইটনেস ১৫০০,০০০ঃ১ কন্ট্রাস্ট রেশিও, ৯৯% ডিসিআই পি-৩ কালার গেমোট এবং ডেল্টা ই < ২ কালার রয়েছে যা সবচেয়ে সুন্দর কালার নিখুঁত ভাবে প্রদর্শন করতে পারে।

দেখতে খুব এসথেটিক, প্রিমিয়াম এবং মডার্ন ডিজাইনের ফ্রেমলেস এই মনিটরে আছে অ্যান্টি-গ্লেয়ার মাইক্রো টেক্সচার কোটিং যা ডিসপ্লের উজ্জলতা সামান্য কমিয়ে দিয়ে ব্যবহারকারীর চোখে দেখার অভিজ্ঞতাকে আরও সহনীয় করে তোলে।

মজার বিষয় হচ্ছে, এই মনিটরে রয়েছে সেল্ফ পিক্সেল ক্লিনিং সিস্টেম যা নিজেই মনিটরে পিক্সেল সমস্যা ধরে ঠিক করে ফেলতে পারে। এই সিস্টেমটি চালু করার পর সম্পূর্ণ হতে ৬ মিনিটের মতো সময় নিয়ে থাকে।

এতে থাকা কাস্টম হিটসিঙ্ক এবং ইন্টেলিজেন্ট ভোল্টেজ অপটিমাইজেশন মনিটরের প্যানেলের কার্যকারিতা ও লাইফ স্প্যান বাড়িয়ে দিতে সাহায্য করে।

এনভিডিয়া জি-সিঙ্ক কম্পাটিবেল হওয়াতে এই মনিটরে কম লেটেন্সি সহ সুপার স্মুথ এবং টিয়ার-ফ্রি ভিজ্যুয়াল পাওয়া যাবে।

গেম খেলার ক্ষেত্রে রগ সিরিজের এই মনিটর বাড়তি যেসব সুবিধা দেবে তা হচ্ছেঃ

গেম প্লাসঃ স্টপওয়াচ, ক্রসহেয়ার, টাইমার, এফপিএস কাউন্টার, ডিসপ্লে এলাইনমেন্ট।

গেম ভিজুয়ালঃ রেসিং, মোবা, সিনেমা, আরটিএস/আরপিজি, এফপিএস মুড, এস-আরজিবি, সিনারি।

এছারাও ফ্লিকার ফ্রি ও লো ব্লু লাইট টেকনোলোজি তো রয়েছেই যা টিউবি রেইনল্যান্ড সার্টিফাইড।

এই মনিটরে আছে এরগোনোমিক স্ট্যান্ড আছে যা ০ থেকে ১১৫ মিলিমিটার পর্যন্ত হাইট, -৩০ থেকে +৩০ ডিগ্রী পর্যন্ত সোয়াইভেল, -৯০ থেকে +৯০ ডিগ্রী পর্যন্ত পিভট, -৫ থেকে +২০ ডিগ্রী পর্যন্ত টিল্ট অ্যাডজাস্ট করে আরামদায়ক ভাবে দেখার অভিজ্ঞতা দিয়ে থাকে। শুধুমাত্র টেবিলের উপর নয়, চাইলে এটা ওয়াল মাউন্ট করেও ব্যবহার করা যাবে। তবে টেবিলের উপর আরওজি মনিটর রাখলে স্ট্যান্ডের মাঝে থাকা আরওজি লাইট টেবিলের উপর গেমারকে আলাদা একটি গেমিং লুক দেয়।

পোর্টস এর দিক থেকেই আসুসের এই মনিটর হতাশ করেনি। আই/ও পোর্টস হিসেবে আছেঃ ডিসপ্লে পোর্ট ১.৪ ১টি, এইচডিএমআই ২.০ ২টি, এয়ারফোন জ্যাক ১ টি, ইউএসবি হাব ৩.২ জেন১ টাইপ-এ ২টি।

আসুস রগ পিজি২৭একিউডিএম মনিটরটি বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। প্রোডাক্টটি এখন পাওয়া যাবে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি – এর ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউসে।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সদস্যদের জন‌্য পেমেন্ট গেটওয়ে চালু করলো বিএনপি

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসী সদস্যদের জন্য পদ নবায়ন ও নতুন...

ইন্টারনেটের মূল‌্য বৃদ্ধির নতুন গাইডলাইন সংশোধন চায় আইএসপিএবি

টেকভিশন২৪ প্রতিবেদক: নতুন আইএসপি গাইডলাইন বাস্তবায়িত হলে গ্রাহক পর্যায়ে...

সর্বশেষ

পানিতে ৬০ দিন টিকে থাকা সক্ষম রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বহুল প্রতীক্ষিত রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচনের...

এনইআইআর বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায়: এমআইওবি

আমদানির পাশাপাশি বাংলাদেশে ২০১৭ সালে মোবাইল ফোন উৎপাদন শিল্পের...

মানসম্পন্ন সংযোগ ও তরঙ্গের সুষম বণ্টন জরুরি: ফয়েজ তৈয়্যব

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি, বাংলালিংকের প্রধান কার্যালয় ও প্রতিষ্ঠানটির অত্যাধুনিক...

‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ

টেকভিশন২৪ ডেস্ক: ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img