টেকভিশন২৪ ডেস্ক : চলতি বছরের শুরুর দিকে মানুষের মস্তিষ্কে প্রথমবারের মতো নিজেদের তৈরি ব্রেন চিপ যুক্ত করে সফল হয়েছিল নিউরালিংক। এবার আরও এক ব্যক্তির মাথায় সফলভাবে চিপ বসানোর কথা জানিয়েছেন ইলন মাস্ক। খবর এনগ্যাজেট।
ইলন মাস্ক বলেন, ‘প্রাথমিক পরীক্ষার অংশ হিসেবে নিউরালিংকের ব্রেন চিপ দ্বিতীয় ব্যক্তির মস্তিষ্কে স্থাপন করা হয়েছে। মস্তিষ্কে স্থাপিত চিপটিতে থাকা ১০২৪টি ইলেকট্রোডের মধ্যে প্রায় ৪০০টি ইলেকট্রোড কাজ করছে। আমি এটাকে খারাপ বলতে চাই না।’
নিউরালিংকের তথ্যমতে, দ্বিতীয় রোগীর মস্তিষ্কের বেশ গভীরে ব্রেন চিপটি স্থাপন করা হয়েছে। মস্তিষ্কে ব্রেন চিপ বসানোর জন্য এক হাজারের বেশি স্বেচ্ছাসেবক অংশগ্রহণে রাজি হলেও এ বছরের মধ্যে মাত্র আটজন রোগীর মস্তিষ্কে চিপ স্থাপন করা হবে।


