সোমবার, ১২ মে, ২০২৫, ১:০৮ পূর্বাহ্ণ
26 C
Dhaka

এআই’র চমক কোকা-কোলার নতুন ফ্লেভারে!

কৃত্রিম বুদ্ধিমত্তাই ভবিষ্যৎ। অন্তত কোমল পানীয় কোম্পানি কোকা-কোলার মতে। চলতি সপ্তাহেই নতুন স্বাদের একটি পানীয় বাজারে এনেছে এই কোম্পানি। এই স্বাদ এবার আর শুধু কোনো বিশেষজ্ঞ তথা কোনো মানুষ তৈরি করেনি। সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে।

টিভি২৪ আইডেস্ক: গত বছরই নতুন স্বাদের কোকা-কোলা আনার ঘোষণা দেয় কোকা-কোলা। গত বছরের জুন মাসে কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, নতুন স্বাদের কোকা-কোলা হবে স্ট্রবেরি ও তরমুজের স্বাদের। ঘোষণার এক বছরেরও বেশি সময় পর বাজারে এলো নতুন স্বাদের পানীয়।

নতুন স্বাদের যে পানীয় বাজারে এসেছে তার নাম কোকা-কোলা ওয়াই৩০০০। কোম্পানি বলেছে, এই পানীয়টি ‘প্রথম ভবিষ্যতের স্বাদ (ফিউচারিস্টিক ফ্লেবার) যা মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে প্রস্তুত করা হয়েছে।’

একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রেগুলার ও জিরো সুগার দুইভাবেই বাজারে পাওয়া যাবে এ কোমল পানীয়। নতুন এই পানীয়ের স্বাদ কেমন তা নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি কোকা–কোলা। তবে এরই মধ্যে যারা খেয়ে দেখেছেন, তারা এর স্বাদকে র‍াস্পবেরির রসের সঙ্গে তুলনা করেছেন।
 
নতুন এ ফ্লেভার তৈরির প্রক্রিয়া নিয়ে সংস্থাটি বলেছে, তারা ভোক্তাদের পছন্দের স্বাদ সম্পর্কে আগে তথ্য সংগ্রহ করেছে। ‘ভবিষ্যতের স্বাদ’ কেমন হতে পারে তা বোঝার জন্য চলমান ট্রেন্ডগুলো নিয়ে গবেষণা করেছে। এরপর এ তথ্যগুলো বিশ্লেষণ করে নতুন ফ্লেভার বা স্বাদের বিবরণী তৈরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে নির্দেশনা দেয়া হয়।
 
এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নতুন বোতলের নকশাও করেছে কোকা–কোলা। ক্যানগুলোতে নিয়ন-বেগুনি রঙের সমন্বয়ে সমুদ্রতীরের আবহ তৈরি করা হয়েছে, যা দেখে কৃত্রিম ছবি তৈরির প্ল্যাটফর্ম ডাল-ই বা মিডজার্নির কথা মনে পড়বে। আগের ডিজাইনের বোতলগুলোতেও নতুন স্বাদের এ কোক পাওয়া যাবে।
-সময় টিভি অবলম্বনে।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

পাঠাও ক্যাম্পাস এলিভেশন প্রোগ্রাম ব্যাচ ২ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় বৃহৎ ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও শুরু...

বিডিঅ্যাপসের ইনোভেশন সামিট উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: আনুষ্ঠানিকভাবে ইনোভেশন সামিট ২০২৫ চালু করল রবি...

সর্বশেষ

রোবোট্যাক্সি উৎপাদন বাড়াতে যাচ্ছে অ্যামাজনের জুক্স

টেকভিশন২৪ ডেস্ক: রোবোট্যাক্সির বাণিজ্যিক কার্যক্রম আরও বিস্তৃত করতে আগামী...

স্লিম’ স্মার্টফোনের ধারণা পাল্টাবে অপোর ‘এ৫এক্স’

টেকভিশন২৪ ডেস্ক: গ্যাজেট নিয়ে বাংলাদেশিদের ভিন্ন রকমের আবেদন ও...

সোমবার উন্মোচিত হবে রিয়েলমি ১৪ ৫জি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের কনজিউমার টেকনোলজি ব্র্যান্ড রিয়েলমি...

ই-ক্যাব নির্বাচনে ‘টিম ইউনাইটেড’ প্যানেল ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২০২৭ মেয়াদের...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img