বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
27 C
Dhaka

বন্যার্তদের ত্রান সহায়তায় ব্র্যাকে ইমোর ৫০ হাজার মার্কিন ডলার অনুদান

‘ডাকছে আমার দেশ’ উদ্যোগের মাধ্যমে সহায়তা করা হচ্ছে হাজারো মানুষ ও পরিবারকে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলে বন্যাদুর্গত এলাকায় মানুষের সহায়তায় দায়িত্বশীল গ্লোবাল ব্র্যান্ড হিসেবে এগিয়ে এসেছে ইমো। প্রতিষ্ঠানটি ব্র্যাকের সাথে যৌথ উদ্যোগে বন্যা প্লাবিত এলাকায় ত্রাণ সামগ্রী ও ডোনেশন সহায়তা দেয়ার জন্য ‘ডাকছে আমার দেশ’ ক্যাম্পেইনে সম্পৃক্ত হয়েছে।

ইমো ও ইমো ব্যবহারকারীরা ‘ডাকছে আমার দেশ’ উদ্যোগের মাধ্যমে ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছে। এ প্রসঙ্গে ইমো বাংলাদেশের সিনিয়র মার্কেটিং ম্যানেজার মোঃ মাসুদ রানা বলেন, “ভয়াবহ এ বন্যায় যে সব মানুষের ঘর, দোকান, আবাদী জমি ও গৃহপালিত পশুর ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পাশে দাঁড়াতে আমরা ব্র্যাকের মতো মহৎ প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব করেছি। পুরো পুনর্বাসন প্রক্রিয়ায় অনেক সময় লাগবে; তবে, এ পুনর্বাসন প্রক্রিয়ায় গতি এনে ক্ষয়ক্ষতির ধকল কাটিয়ে উঠতে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখছি।”

এ নিয়ে ব্র্যাকের প্রধান আর্থিক কর্মকর্তা তুষার ভৌমিক বলেন, “বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতির বিষয়টি  অনুধাবন করে ৫০ হাজারেরও বেশি বন্যাদুর্গতদের মাঝে প্রয়োজনী সামগ্রী পৌঁছে দিতে ব্র্যাক পুনরায় তাদের ডাকছে আমার দেশ ক্যাম্পেইনটি চালু করে। এ সঙ্কটকালীন মুহুর্তে জনপ্রিয় তাৎক্ষণিক মেসেজিং অ্যাপ ইমো অর্থ সহায়তা দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছে। এটি অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়বদ্ধতা প্রদর্শনের  ক্ষেত্রেও অনুকরণীয় হবে বলে আমরা মনে করি।”

‘ডাকছে আমার দেশ’ ক্যাম্পেইনের আওতায় প্রায় ৬০ হাজার পরিবার শুকনো খাবার, পানি ও অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পেয়েছেন। পানিবাহিত রোগের প্রাদুর্ভাব রোধে ৭ হাজার ৮শ’ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে ৪০ হাজার পরিবারের মাঝে আর্থিক সহায়তা পৌঁছে দেয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়। জরুরি সহায়তা হিসেবে এ প্রোগ্রামটি খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাবার পানি, স্যানিটেশন সুবিধা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, ডিগনিটি কিট, পশুদের খাবার এবং অন্যান্য সামগ্রী প্রদান করা হয়। এটি বাংলাদেশের উত্তর- পূর্বের জেলাসমূহে ভয়াবহ আকস্মিক বন্যার জন্য ইউএন হিউমেনিটারিয়েন কো-অর্ডিনেশন টাস্ক টিম ( এইচসিটিটি) রেসপন্স প্ল্যান ( জুলাই-ডিসেম্বর ২০২২) অনুসরণ করে  সহায়তা প্রদান করা হয়। এ ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত তথ্য জানা যাবে https://brac.net/dakcheamardesh/en/

এ যৌথ প্রচেষ্টার পাশাপাশি, ইমো বন্যাদুর্গতের ত্রাণ ও অনুদান সংগ্রহের বিষয়টিকে ত্বরাণ্বিত করতে ‘বাংলাদেশ রিলিফ’ নামের একটি ডেডিকেটেড চ্যানেল চালু করেছে। গত মাসের ২৩ জুন থেকে ২৫ জুন পর্যন্ত ইমো ব্যবহারকারীদের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানান। এ আহ্বানে সাড়া দিয়ে ব্র্যান্ডটি ব্যবহারকারীদের কাছ থেকে অনুদান হিসেবে ১২,৮৫১ মার্কিন ডলার উত্তোলন করেন।

এর আগে, সিলেট বিভাগের ইমো ব্যবহারকারীদের জন্য প্রতিষ্ঠানটি ৪০ লাখ বাংলাদেশি টাকা সমমূল্যের ফ্রি-ডেটা ডোনেশন ক্যাম্পেইন চালু করে। দেশের বিভিন্ন প্রতিকূল সময়ে অবদান রাখার মাধ্যমে নিজেদের একটি দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠানে পরিণত করেছে ইমো। এ অনুদান ক্যাম্পেইনটি বন্যায় প্লাবিত অঞ্চলগুলোর দুর্দশাগ্রস্ত মানুষ ও সমাজের প্রতি ব্র্যান্ডটির দায়বদ্ধতাকে ফুটিয়ে তুলেছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.brac.net/dakcheamardesh/sitrep/SitRep-flood-8.pdf; https://brac.net/dakcheamardesh/en/

এই সপ্তাহের জনপ্রিয়

একুশে পদক পাচ্ছেন অভ্রর মেহেদী হাসান খান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলা ভাষার ডিজিটাল বিপ্লবের অন্যতম পথিকৃৎ মেহেদী...

পারস্পরিক সম্পর্ক উন্নয়নে আয়োজিত হলো বাক্কো রিভার ক্রুজ প্রোগ্রাম

টেকভিশন২৪ প্রতিবেদক: গতকাল ৮ই ফেব্রুয়ারি ২০২৫ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ...

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা ও এস২৫ প্লাসের প্রি-অর্ডার শুরু

টেকভিশন২৪ ডেস্ক: অপেক্ষার পালা শেষ! আগামীকাল ২৯ জানুয়ারি থেকে...

সর্বশেষ

বইমেলায় মিজানুর রহমান সোহেলের ‘বিক্রয় ম্যাজিক’

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ে অনন্য এক পথপ্রদর্শক বই...

পাওয়ারবিটস প্রো ২ ইয়ারবাডে হার্ট রেট সুবিধা আনলো অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপল অবশেষে পাওয়ারবিটস প্রো ২ ইয়ারবাড উন্মোচন...

ফেব্রুয়ারি জুড়ে অনারের ‘কিনলেই জিতবেন’ ক্যাম্পেইন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনপ্রেমীদের জন্য সম্প্রতি আকর্ষণীয় এক ক্যাম্পেইন ‘কিনলেই...

স্যামসাং নিয়ে এলো দেশের প্রথম ওএলইডি টিভি এস৯৫ডি

টেকভিশন২৪ ডেস্ক: সর্বাধুনিক ওএলইডি প্রযুক্তির নজরকাড়া ছবি ও বিনোদন...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img