২৯ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৩ সালের প্রথম মাসে ভারতে ২৯ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দিয়েছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ।

১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ২৯ লাখ ১৮ হাজারের বেশি অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে।

মাসিক কমপ্লায়েন্স প্রতিবেদনের তথ্যানুযায়ী, ব্যবহারকারীদের কাছ থেকে অভিযোগ আসার আগেই ১০ লাখ ৩৮ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।
ভারতে বর্তমানে প্লাটফর্মটির ৫০ কোটি ব্যবহারকারী রয়েছে।

এ সময়ের মধ্যে ১ হাজার ৪৬১টি অভিযোগ এসেছে। যার মধ্যে ১৯৫টি অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। 

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন