১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই-অরেঞ্জের আমান উল্লাহ গ্রেপ্তার

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান পরিচলন কর্মকর্তা (সিওও) আমান উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে প্রতিষ্ঠানটির এই কর্মকর্তাকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করে গুলশান থানা পুলিশ।

গুলশান থানার কর্তব্যরত কর্মকর্তা (ডিউটি অফিসার) উপ-পরিদর্শক (এস আই) আনোয়ার হোসেন জানান, ই-অরেঞ্জ মামলায় আমান উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

এরআগে মঙ্গলবার রাজধানীর গুলশান থানায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতারণার মামলা করেন গ্রাহকরা। তাহেরুল ইসলাম নামের এক ব্যক্তি, যিনি ই-অরেঞ্জের গ্রাহক হিসেবে এই প্রতারণার মামলা করেন।

মামলায় প্রতিষ্ঠানটির মালিক সোনিয়া মেহাজাবিন, মাসুকুর রহমান, আমানুল্লাহ, বিথী আক্তার ও কাওসারকে আসামি করা হয়। এজাহারনামীয় আসামি ছাড়াও ই-অরেঞ্জের অন্য মালিকদেরও অজ্ঞাতপরিচয় হিসেবে আসামি করা হয়েছে এতে।

আর মঙ্গলবারই বিকালে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সোনিয়া মেহজাবিন ও মাসুকুর রহমান। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠায়। টেকশহর অবলম্বনে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন