হুয়াওয়ে, দাহুয়া, জেডটিই ও হিকভিশন নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

হুয়াওয়ে
হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্কঃ জাতীয় নিরাপত্তার স্বার্থে হুয়াওয়ে, জেডটিইসহ চীনের টেলিকম পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৫ নভেম্বর) সর্বসম্মতিক্রমে এ নিষেধাজ্ঞা দেয় মার্কিন ফেডারেল কমিউনিকেশন কমিশন।

মার্কিন কমিশন জানিয়েছে, এসব কোম্পানির ডিভাইস জাতীয় নিরাপত্তার জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এফসিসি-র পাঁচ সদস্যের সর্বসম্মতির ভোটে সংস্থাগুলোর পণ্য বিক্রি ও আমদানি নিষিদ্ধ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, এসব টেলিকম ডিভাইসের মাধ্যমে পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস নেটওয়ার্ক ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে চীন।

পাশাপাশি হাইতেরা কমিউনিকেশনস, হাংঝু হিকভিশন ডিজিটাল টেকনোলজি কোম্পানি এবং দাহুয়া টেকনোলজি কোম্পানির ওপরও নিষেধাজ্ঞা আরোপ হয়েছে।

এর আগে ২০২০ সালে এফসিসি মার্কিন কমিউনিকেশন নেটওয়ার্ক সুরক্ষিত করতে হুয়াওয়ে ও জেডটিই’র সরঞ্জাম আংশিক ব্যবহার নিষিদ্ধ করেছিল। এবার এসব কোম্পানির মূল কোম্পানি, অনুমোদিত কোম্পানি ও সহযোগী প্রতিষ্ঠানগুলোকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

 

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন