ফিচার ফোন আর বিক্রি করবে না স্যামসাং

স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: আধুনিক প্রযুক্তির যুগে স্মার্টফোনের ব্যবহার দিনকে দিন বাড়ছে। কমছে ফিচার ফোনের বিক্রি। তাই তো দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং ফিচার ফোন তৈরি করা বন্ধ করে দিচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্বের অন্যতম বড় ফোনের বাজার ভারত থেকে ধীরে ধীরে ফিচার ফোনের ব্যবসা গুটিয়ে নেবে। জোর দেওয়া হবে ১৫ হাজার টাকার উপরের স্মার্টফোনে।

নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, চলতি বছরের ডিসেম্বর নাগাদ ফিচার ফোন তৈরি পুরোপুরি বন্ধ করে দেবে স্যামসাং। এ নিয়ে ভারতে স্যামসাংয়ের কমদামি ফোন নির্মাতা প্রতিষ্ঠান ডিক্সনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

ফিচার ফোনে লাভের পরিমাণ খুবই কম। এজন্য ১৫ হাজার টাকারা বেশি দামের স্মার্টফোন উৎপাদনে জোর দিচ্ছে স্যামসাং।

তাছাড়া বিগত কয়েক মাসে পরিসংখ্যান বলছে, ভারতের ফিচার ফোনের বিক্রি একেবারেই কমে গেছে। ২০২২ সালের প্রথম প্রান্তিকে দেশটিতে ফিচার ফোন বিক্রি আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ৩৯ শতাংশ কমেছে।

-ইন্টারনেট অবলম্বনে এডি০৫/২৯/২২

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন