বাংলালিংক এর মিউজিক ভিডিও

প্রতিষ্ঠান বাংলালিংক “ভালো থাকো বাংলাদেশ” শিরোনামের একটি নতুন মিউজিক ভিডিও প্রকাশ করেছে। মিউজিক ভিডিওটিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চলমান সংকট কাটিয়ে সুদিনে ফেরার প্রত্যাশা ব্যক্ত হয়েছে দেশের জনপ্রিয় শিল্পীদের কন্ঠে।

বাংলা নববর্ষ ১৪২৭-এর আগমনের বিশেষ মুহূর্তে সকলের জন্য কল্যাণময় ভবিষ্যতের প্রত্যাশায় প্রকাশ করা হয়েছে মিউজিক ভিডিওটি।

এটির নির্মাণে শিল্পীদের পাশাপাশি বাংলালিংক-কে সহায়তা করেছে সরকারের এটুআই প্রোগ্রাম, মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ইউএনডিপি। “ভালো থাকো বাংলাদেশ” গানটির কথা লিখেছেন গীতিকার রাসেল মাহমুদ ও সুর দিয়েছেন সুরকার আরাফাত মহসিন নিধি।

জনপ্রিয় অভিনয়শিল্পী মিথিলা, মম, সাবিলা নূর, মারিয়া নূর, নাঈম, মনোজ , সজল ও মোর্শেদ মিশু এবং দেশখ্যাত সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার, কনা, শুভ, এলিটা করিম, নিধি, নন্দিতা ও তূর্য ঘরে অবস্থান করেই এই মিউজিক ভিডিওতে অংশগ্রহণ করেছেন।

দর্শকরা বাংলালিংক-এর অফিসিয়াল ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন ও ইন্সটাগ্রাম পেজ ভিজিট করে মিউজিক ভিডিওটি উপভোগ করতে পারবেন।

ওয়েবসাইট www.banglalink.net

টেকইকম ডেক্স

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন