নতুন আইন, সব ফোনে একই চার্জার

চার্জার
সব ফোনে একই চার্জার

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: ফোনের চার্জার নিয়ে বেশ কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইউ)। যে ব্র্যান্ডের ফোনই হোক না কেনো ইউরোপের বাজারে বিক্রি করতে চাইলে ইউএসবি-সি পোর্টের চার্জার ব্যবহার করতে হবে। এ নিয়ে একটি নীতিমালা অনুমোদন করেছে ইইউ। এই আইন মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের আইফোনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ইউ’র এমন সিদ্ধান্তে আগামী দিনে মহাবিপদে পড়তে যাচ্ছে অ্যাপল।

ইতোমধ্যেই সব ফোনে একই ধরনের চার্জার থাকা নিয়ে সবুজ সংকেত দিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট ও ইউরোপিয়ান কাউন্সিল। চূড়ান্ত অনুমোদন পেলে ২০২৪ সাল থেকেই তা কার্যকর করা হবে।

ইউরোপিয়ান পার্লামেন্টের গণসংযোগ প্রধান অ্যালেক্স এজিয়াস সালিবা এক বিবৃতিতে বলেন, প্রতিটি নতুন ফোনের জন্য ভিন্ন ভিন্ন চার্জার ব্যবহার করে বেশ বিরক্তিকর। এবার একটাই চার্জার ব্যবহার করা যাবে।

বিষয়টি নিয়ে বেশ জোরালোভাবেই ভাবতে হচ্ছে অ্যাপলকে। পরিস্থিতি মোকাবেলায় শোনা যাচ্ছে ২০২৩ বা ২৪ সালের নতুন আইফোনে ইউএসবি-সি পোর্টের ব্যবহার থাকতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের এমন সিদ্ধান্তের কারণ ই-বর্জ্যের পরিমাণ কমিয়ে আনা।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন