মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩:৩৮ পূর্বাহ্ণ
25.7 C
Dhaka

বাজারে ইউগ্রিনের একাধিক পাওয়ার ব্যাংক ও রোবোটিক চার্জার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে ইউগ্রিন ব্র্যান্ডের ৬টি ভিন্ন মডেলের পাওয়ার ব্যাংক ও ৪টি নতুন মডেলের রোবোটিক চার্জার নিয়ে এলো শীর্ষ প্রযুক্তি পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। রোবোটিক চার্জার প্রতিটিতে জিএএন প্রযুক্তির ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

পিবি৭২০: ম্যাকবুক চার্জ দেওয়ার কথা মাথায় রেখে টেকসই বিল্ড কোয়ালিটি নিয়ে এই পাওয়ার ব্যাংকটি মার্কেটে এসেছে। ১০০ ওয়াট ২০০০০ এমএএইচ ক্ষমতার এই পাওয়ার ব্যাংকে ৩ টি পোর্টের পাশাপাশি সুবিধা হিসেবে রয়েছে ডিজিটাল ডিসপ্লে, অটো শাট-অফ, পাস-থ্রু চার্জিং, এমএফআই অনুমোদিত, ফ্লাইট অ্যাপ্রুভড ।

পিবি২০৫: ১৪৫ ওয়াটের সাথে ২৫০০০ এমএএইচ ক্ষমতা সম্বলিত ইউগ্রিন ব্রান্ডের পাওয়ার ব্যাংক দেশের বাজারে এনেছে গ্লোবাল ব্রান্ড পিএলসি। পোর্ট হিসেবে এতে আছে ইউএসবি টাইপ সি১ যা পিডি ৩.১, ইউএসবি টাইপ সি২ যা পিডি ৩.০ এবং ইউএসবি-এ যা কুইক চার্জ ৩.০ সমর্থন করে। ৫০৫ গ্রাম ওজনের এই পাওয়ার ব্যাংকটিতে রয়েছে ডিজিটাল ডিসপ্লে সাথে ফ্লাইট অনুমোদিত সুবিধা বিদ্যমান।

পিবি২০৬: তারবিহীন চৌম্বকীয় চার্জিং সুবিধা নিয়ে সর্বোচ্চ ১৫ ওয়াটের চার্জিং দিবে ডিজিটাল ডিসপ্লে সম্বলিত এই পাওয়ার ব্যাংকটি। ইউএসবি টাইপ সি পোর্টে সর্বোচ্চ ২০ ওয়াট, ইউএসবি টাইপ এ পোর্টে সর্বোচ্চ ২২.৫ ওয়াট পাওয়ার সাপোর্ট দিবে এটি। পাওয়ার ব্যাংকটি মোবাইল স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা সম্ভব। ১০০০০ এমএএইচ এই পাওয়ার ব্যাংক আইফোন ১৪/১৩/১২ প্রো দুইবার করে চার্জ করতে সক্ষম। ওজন মাত্র ২২০ গ্রাম।

পিবি৫০২: ছোট এই পাওয়ার ব্যাংকটির ওজন মাত্র ৩৫০ গ্রাম। পাওয়ার ব্যাংকটিতে রয়েছে ৩০ ওয়াটের ১০০০০ এমএএইচ ২ টি লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে চার্জিং ক্ষমতা। স্মার্ট ডিসপ্লে যুক্ত ছোট এই পাওয়ার ব্যাংকটি বহনে হবে সহজযোগ্য যা ১ বছরের বিক্রয়ত্ত সেবা নিশ্চিত করে।

পিবি৫৬১: পাওয়ার ব্যাংকটি ১০০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারিতে ২০ ওয়াট তারবিহীন চৌম্বক চার্জিং প্রদান করবে। দেখতে স্লিম ডিজাইনের এই পাওয়ার ব্যাংকে পাওয়ার ইনডিকেটোর সুবিধার সাথে রয়েছে ২.৫ ঘণ্টা চার্জিং সুবিধা। বিল্ড ম্যাটেরিয়াল হিসবে এতে ব্যাবহার হয়েছে পিসি+এবিএস, ভি-০ ফায়ার রেটিং।

পিবি৩১১: কুইক চার্জ ৩.০ ফিচার নিয়ে ৩ ঘণ্টায় ফুল চার্জ করতে পারে পিবি৩১১ পাওয়ার ব্যাংকটি। ১০০০০ এমএএইচ ২০ ওয়াট এই পাওয়ার ব্যাংকে ২ ওয়ে চার্জিং সাপোর্ট করে। মেটাল বিল্ড ম্যাটেরিয়ালের সাথে ১ বছরের বিক্রয়ত্ত সেবা রয়েছে এটাতে।

সিডি৩৫৯: মার্কেটে এবার ৩০ ওয়াটের মিনি অ্যাডভান্স জিএএন ফাস্ট টেকনোলজি নিয়ে ইউগ্রিন নিয়ে এলো নেক্সওড মিনি রোবোটিক চার্জার। এতে রয়েছে টাইপ সি পোর্ট, মাল্টি ডিভাইস ব্যাবহারের সুবিধা, মাল্টি প্রটেকশন, এলইডি ডিসপ্লে। মাত্র ০.৪ পাউন্ড ওজনের এই অ্যাডাপ্টারে ১ বছরের বিক্রয়ত্ত সেবা আছে যা পাওয়া যাবে বেগুনি ও কালো ২ টি কালারে।

সিডি৩৬১: শক্তিশালী ও দ্রুত চার্জিং এর প্রয়োজনে এই চার্জারটি। ২ টি টাইপ সি পোর্টের সাথে ১ টি ইউএসবি টাইপ এ পোর্ট রয়েছে ৬৫ ওয়াটের এই চার্জারে। এছাড়াও এই চার্জারে রয়েছে বোল্ড জিএএন ফাস্ট টেকনোলজি, মাল্টি লেয়ারড নিরাপত্তা সুবিধা, ডিজিটাল ডিসপ্লে এবং ম্যাগনেটিক বুটস সুবিধা।

পণ্যগুলো পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসির ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউসে।

এই সপ্তাহের জনপ্রিয়

আইটি প্রফেশনালস ক্লাব লিমিটেডের নতুন কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আনুষ্ঠানিক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে গঠিত...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

৩৫৬টি কেন্দ্র, কল সেন্টার এবং অনলাইনে বিকাশ-এর নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকের আরও দোরগোড়ায় গ্রাহকসেবা নিশ্চিত করতে নতুন...

সর্বশেষ

টেলকো পলিসি: প্রজন্মগত রূপান্তরের নীতিমালা -ফয়েজ আহমদ তৈয়্যব

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল (১২ জুলাই) রাজধানীর হলিডে ইন হোটেলে...

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল ইডটকো

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অবকাঠামো পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান...

সিসি ক্যামেরার জন্য শক্তিশালী অ্যাডাপ্টার আনলো এফভিএল

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা অন্যতম...

গর্ভধারণ সনাক্ত করতে সক্ষম অ্যাপলের নতুন এআই মডেল

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল আইফোন...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img