আইফোন ১৪-তে সমস্যা, যা করতে বললো অ্যাপল

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: সফটওয়্যার বাগের অভিযোগ উঠেছে অ্যাপলের নতুন আইফোন ১৪ সিরিজের বিরুদ্ধে। ব্যবহারকারীরা অভিযোগ করছেন, ফেসটাইম এবং আইমেসেজের মতো জনপ্রিয় কয়েকটি মৌলিক অ্যাপ্লিকেশন ব্যবহারে সমস্যা দেখা দিচ্ছে। আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস মডেলের ক্ষেত্রেই এমনটি ঘটেছে বলে জানা গেছে।

১৬ সেপ্টেম্বর থেকে আইফোন ১৪ এবং ১৪ প্লাস বিক্রি শুরু হয়েছে। এক দিন না যেতেই অসংখ্যা গ্রাহকের কাছ থেকে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে।

ফেসটাইম এবং আইমেসেজ অ্যাপের মাধ্যমে ঠিক মতো মেসেজ এবং কল করা যাচ্ছে না। টেক্সট পাঠানোর সময় ব্লু চ্যাট বাবলের পরিবর্তে সবুজ চ্যাট বাবল প্রদর্শন করছে। বাগের কারণে ব্যবহারকারীরা ভুল বার্তা গ্রহণ করছেন।

সমস্যা সমাধানে অ্যাপল নতুন আইফোন গ্রাহকদের অপারেটিং সিস্টেম আইওএস ১৬.০.১ আপডেটের অনুরোধ জানিয়েছে। ইতিমধ্যেই লেটেস্ট সফটওয়্যার আপগ্রেডের জন্য নতুন ভার্সনটি রোল আউট করা হয়েছে।

অ্যাপল জানিয়েছে, আইফোন ১৪ কিনে থাকলে প্রাথমিক সেটআপ প্রক্রিয়া চলাকালীন সময়ে ডিভাইসটিকে আপডেট করুন। যদি তা না হয়ে থাকে, তাহলে যেকোনও সময় সেটিংসে গিয়ে আইওএস ১৬.০.১-এ আপডেট করতে পারেন। সমস্যা সমাধান হয়ে যাবে।

 

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন