বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
27 C
Dhaka

আইটেলের দুইটি ব্র্যান্ড আউটলেট চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো দুটি ব্র্যান্ড আউটলেট চালু করেছে উচ্চ মানের বাজেট-বান্ধব কনজ্যুমার ইলেকট্রনিক পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ বিশ্বের শীর্ষস্থানীয় মোবাইল ব্র্যান্ড আইটেল।
 
আইটেল এই দুটি আউটলেট খোলার মধ্যদিয়ে বাংলাদেশে তাদের পথচলার নতুন মাইলফলক স্পর্শ করেছে। আইটেলের প্রথম ব্র্যান্ড আউটলেট গাজীপুরে অনুপম সুপার মার্কেটের ২য় তলার মোবাইল ফ্লোরে সাইমা এন্টারপ্রাইস এবং দ্বিতীয়টি রাজধানীর মিরপুর-১০ এর শাহ আলী প্লাজার ৩য় তলার নিউ স্টার টেলিকম-২ -এ অবস্থিত। আনুষ্ঠানিকভাবে এ দুটি আউটলেটই ১৪ জুন, ২০২১ (সোমবার) উদ্বোধন করা হয়েছে। 
 
মোবাইল গ্রাহকদের ভালোমানের সেবা এবং ব্র্যান্ডের ভালো অভিজ্ঞতা দেওয়ার অনেকগুলো প্রচেষ্টার একটি পদক্ষেপ হলো আইটেলের নিজস্ব ব্র্যান্ড আউটলেটের উদ্বোধন। অত্যাধুনিক সব স্মার্টফোন বাজারে নিয়ে আসা ছাড়াও বাংলাদেশের সকল গ্রাহকদের আরও ভালো সেবা প্রদানের লক্ষ্যে ব্র্যান্ড আউটলেট অপারেশন প্রসারের কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। ফলে, এখন থেকে আইটেলের পেশাদার কর্মকর্তাদের কাছ থেকে মোবাইলের গ্রাহকরা আরও বেশি উন্নত সেবা এবং পণ্য ব্যবহারের অভিজ্ঞতা পাবেন বলে আশা করা হচ্ছে। সেসঙ্গে প্রতিটি ব্র্যান্ড আউটলেটের ডিসপ্লেতে এবং ট্রায়ালের জন্য থাকা ডিভাইস ব্যবহার করে দেখার সুযোগ পাবেন গ্রাহকরা।
 
ট্রানশন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক, আইটেল বিজনেস ইউনিটের প্রধান মো. শফিউল আলম এবং মার্কেটিং বিভাগের প্রধান মো. আসাদুজ্জামান- এর উপস্থিতিতে ব্র্যান্ড আউটলেট দুটির উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। সবার উপস্থিতিতে দুটি ব্র্যান্ড আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠান আরও মনোরম হয়ে উঠে।
 
উদ্বোধন অনুষ্ঠানে ট্রানশন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক বলেছেন, “গাজীপুরের অনুপম সুপার মার্কেট এবং রাজধানী ঢাকার মিরপুর-১০ এর শাহ আলী প্লাজায় আজকে একসাথে আইটেল ব্র্যান্ডের দুটি ব্র্যান্ড আউটলেট উদ্বোধন করে আমরা আনন্দিত। আমরা সবসময়ই গ্রাহকদের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে এসেছি এবং তাদের চাহিদার কথা বিবেচনা করে সাশ্রয়ী মূল্যে উন্নত প্রযুক্তিসম্পন্ন পণ্য সরবরাহে প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আইটেলের গ্রাহকদের সেরা সুবিধা প্রদানের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এবং এক ছাদের নিচে স্মার্টফোন সংক্রান্ত যাবতীয় সেবা প্রদানের লক্ষ্যে ব্র্যান্ড আউটলেটগুলো চালু করা হচ্ছে।”
 
তিনি আরও বলেন, আইটেল মোবাইল ব্যবহারকারীদের আরও বেশি সুবিধা এবং পেশাদার সেবা প্রদানের লক্ষ্যে সারাদেশে শিগগিরই আরও ব্র্যান্ড আউটলেট চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। নতুন উদ্বোধন হওয়া ব্র্যান্ড আউটলেটে গিয়ে গ্রাহকরা স্মার্টফোন কেনার আগেই হাতে নিয়ে ব্যবহারের অভিজ্ঞতা নিতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

একুশে পদক পাচ্ছেন অভ্রর মেহেদী হাসান খান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলা ভাষার ডিজিটাল বিপ্লবের অন্যতম পথিকৃৎ মেহেদী...

পারস্পরিক সম্পর্ক উন্নয়নে আয়োজিত হলো বাক্কো রিভার ক্রুজ প্রোগ্রাম

টেকভিশন২৪ প্রতিবেদক: গতকাল ৮ই ফেব্রুয়ারি ২০২৫ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ...

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা ও এস২৫ প্লাসের প্রি-অর্ডার শুরু

টেকভিশন২৪ ডেস্ক: অপেক্ষার পালা শেষ! আগামীকাল ২৯ জানুয়ারি থেকে...

সর্বশেষ

বইমেলায় মিজানুর রহমান সোহেলের ‘বিক্রয় ম্যাজিক’

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ে অনন্য এক পথপ্রদর্শক বই...

পাওয়ারবিটস প্রো ২ ইয়ারবাডে হার্ট রেট সুবিধা আনলো অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপল অবশেষে পাওয়ারবিটস প্রো ২ ইয়ারবাড উন্মোচন...

ফেব্রুয়ারি জুড়ে অনারের ‘কিনলেই জিতবেন’ ক্যাম্পেইন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনপ্রেমীদের জন্য সম্প্রতি আকর্ষণীয় এক ক্যাম্পেইন ‘কিনলেই...

স্যামসাং নিয়ে এলো দেশের প্রথম ওএলইডি টিভি এস৯৫ডি

টেকভিশন২৪ ডেস্ক: সর্বাধুনিক ওএলইডি প্রযুক্তির নজরকাড়া ছবি ও বিনোদন...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img