অনলাইন গেমিংয়ের আসক্তি বেড়েছে ৪০ শতাংশ

অনলাইন গেমিং

টেকভিশন২৪ ডেস্ক: করোনা পরবর্তী সময়ে অনলাইন গেমিংয়ের চাহিদা বেড়েছে। শুধু মাত্র ভারতে হার্ডকোর মোবাইল গেমারের সংখ্যা ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে মহামারী শেষে। বুধবার ভারতের সাইবার মিডিয়া রির্সাচ গেমিং নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে সেখানে উঠে এসেছে এমন তথ্য। রিপোর্টে বলা হয়েছে, করোনা শেষে পেইড গেমিংয়ে ১০০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে এবং

সাইবার মিডিয়া রিসার্চ অনুসারে, প্রতি পাঁচজনের মধ্যে তিনজন গেমার একটি সাধারণ গেম খেলাতে ৩১ থেকে ১২০ মিনিট ব্যয় করে থাকে। গড়ে প্রতিটি গেমার একটি সাধারণ খেলার জন্য ৭৯ মিনিট ব্যয় করে।

এবিষয়ে সাইবার মিডিয়া রিসার্চের ইন্ডাস্ট্রি ইনটেলিজেন্স গ্রুপের প্রধান প্রভু রাম জানিয়েছেন, যারা শক্তিশালী গেম খেলতে পছন্দ করেন তারা বিগত দুই বছরে হাই প্রসেসরের   নতুন স্মার্টফোন ব্যবহার করছেন। আর এই জন্যই মোবাইল গেম খেলেন এমন ৮৬ শতাংশ গেমার নিজেদের ফোন নিয়ে সন্তুষ্ট।

রিপোর্টে বলা হয়েছে, সাধারণত অ্যাকশন বা অ্যাডভেঞ্চার গেম খেলতেই পছন্দ করেন গেমাররা। তারমধ্যে শুটার গেমও রয়েছে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন