টেকভিশন২৪ ডেস্ক: এবার স্মার্টওয়াচ আনতে যাচ্ছে ফেসবুক। আগামী বছরই বাজারে আসতে পারে প্রতিষ্ঠানটির নতুন এ ডিভাইস।
অভ্যন্তরীণ সূত্রে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অ্যান্ড্রয়েডভিত্তিক স্মার্টওয়াচের মাধ্যমে ক্ষুদে বার্তা পাঠানোর পাশাপাশি স্বাস্থ্য ও ফিটনেস বিষয়ক সেবাও পাবেন ব্যবহারকারীরা। স্মার্টফোনের বাজারে অ্যাপল, স্যামসাং, গুগল ও হুয়াওয়ে’র মতো প্রতিষ্ঠানগুলোকে টেক্কা দিতে এ কৌশল ফেসবুকের।
বলা হচ্ছে, সেলুলার সংযোগের মাধ্যমে কাজ করবে বলে স্মার্টফোন ছাড়াই ইন্টারনেটে সংযুক্ত হয়ে বিভিন্ন কাজ করা যাবে নতুন এ স্মার্টফোনের মাধ্যমে। প্রাথমিকভাবে গুগল অ্যান্ড্রয়েডের ওপেন-সোর্স সংস্করণের মাধ্যমে পরিচালিত হলেও পরে নিজস্ব অপারেটিং সিস্টেম চালু করবে ফেসবুক। যমুনাটিভি অবলম্বনে।