টেকভিশন২৪ ডেস্ক: প্রাথমিক পর্যায়ে থেকে শুরু করে মাধ্যমিক পড়ুয়া শিক্ষার্থীদেরকে প্রোগ্রামিং, রোবটিক্স এবং বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর আরো বেশি দক্ষ করার উদ্দেশ্য নিয়ে বিভিন্ন কোর্সের নিবন্ধন চলছে। মাকসুদুল আলম বিজ্ঞানাগারের (ম্যাসল্যাব) আয়োজনে এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), স্ক্র্যাচ বাংলাদেশ, ইটি টেক লিমিটেড, বাংলাদেশ রোবট অলিম্পিয়াড এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) এর সহযোগিতায় এ সকল কোর্স পরিচালনা করা হবে।
দেশের সকল স্কুলের সব পরীক্ষা এ মাসের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এই স্কুল ছুটির সময়টা প্রোগ্রামিং, রোবটিক্স আর বিজ্ঞান শেখার মধ্যে দিয়ে শিক্ষার্থীদেরকে বিভিন্ন বিষয়ের উপর দক্ষ করার উদ্দেশ্য নিয়েই এ সকল আয়োজন করা হচ্ছে। স্ক্র্যাচ দিয়ে প্রোগ্রামিং এর হাতেখড়ি, পাইথন প্রোগ্রামিং এর হাতেখড়ি, সি প্রোগামিং এ হাতেখড়ি, বিল্ড ইউর ওন ওয়েবসাইট, আরডুইনো দিয়ে স্কুল অব রোবটিকস এবং খেলতে খেলতে বিজ্ঞান – নামে এ কোর্সগুলো পরিচালিত হবে।
“স্ক্র্যাচ দিয়ে প্রোগ্রামিং এর হাতেখড়ি” : স্ক্র্যাচ একটি ভিজ্যুয়াল প্রোগ্রামিং ভাষা, যা সকল বয়সের শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখার মত করে তৈরি করা হয়েছে। স্ক্র্যাচ শেখার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা গেইম,অ্যানিমেশন,ভিডিও, এবং কার্টুন তৈরি করতে পারে। স্ক্র্যাচ একটি ইন্টারয়াক্টিভ ইন্টারফেস প্রদান করে, যা বোঝার প্রক্রিয়া খুবই সহজ তাই স্কুলের ১ম ও ২য় শ্রেণীর শিক্ষার্থীরাও স্ক্র্যাচ দিয়ে প্রজেক্ট তৈরি করতে পারে।এই কোর্সটিতে ৫ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.gle/w8kTkFig4P3Td6H5A
“পাইথন প্রোগ্রামিং এর হাতেখড়ি” : প্রোগ্রামিং এ হাতেখড়ি নিতে পাইথন প্রোগ্রামিং ভাষা একটি চমৎকার মাধ্যম। বর্তমানে মেশিন লার্নিং, ইমেজ প্রসেসিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা এনালাইসিস, ওয়েব স্ক্র্যাপিং সহ নানা কাজে পাইথনের ব্যবহার ক্রমশ জনপ্রিয় হচ্ছে। যারা প্রোগ্রামিং শুরু করতে চায়, তাদের পাইথনের জগত সম্পর্কে বেসিক ধারণা দিতে ও পাইথন প্রোগ্রামিং এর হাতেখড়ি দিতে এই কোর্স। ৫ম – ১০ম শ্রেণির শিক্ষার্থী; যারা আগে কখনও পাইথন বা অন্য কোন টেক্সট ভিত্তিক প্রোগ্রামিং ভাষা নিয়ে কাজ করেনি। রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.gle/APUpr5w94AkMijnM8
“সি প্রোগামিং এ হাতেখড়ি” : ১০ থেকে ১৮ বছরের শিক্ষার্থী যারা প্রোগামিং এ একবারেই নতুন কিন্তু প্রোগ্রামিং শেখার আগ্রহ আছে। সি প্রোগামিং কোর্সটি মূলত তাদেরই জন্যই।রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.gle/v5jKdJtFWTiRwkrBA
“বিল্ড ইউর ওন ওয়েবসাইট” : বর্তমানে একটা ওয়েবসাইট তৈরি করা খুব সহজ বিষয়। ওয়ার্ডপ্রেসের মত টুল ব্যবহার করে এখন স্কুলের ছাত্র ছাত্রীরাই নিজেদের পছন্দ মত ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারে। এই কোর্সটিতে একটি ওয়েবসাইট তৈরি করার সব ধাপগুলো শুরু থেকে শেষ পর্যন্ত হাতে কলমে শেখানো হবে। এই কোর্সটি শুধুমাত্র স্কুলের ৫ম থেকে ১০ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সহজ করে ডিজাইন করা হয়েছে। কোর্সটিতে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে একটি করে ডোমেইন ও হোস্টিং দেয়া হবে। রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.gle/2v7J3c5xXb7feWMe6
“আরডুইনো দিয়ে স্কুল অব রোবটিকস” : আরডুইনো দিয়ে স্কুল অব রোবটিকস এ অংশ নিয়ে একজন শিক্ষার্থী হাতেকলমে ১০ টি রোবটিক্স প্রোজেক্ট তৈরী করে একটি সকার রোবট বানানো শেখার পাশাপাশি বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের প্রস্তুতির বিস্তারিত ধারণা পাবে। যারা আগে কখনও আরডুইনো বা রোবটিকস নিয়ে কাজ করেনি এমন ১০-২০ বছর বয়সী শিক্ষার্থীরা হাতেকলমে বেসিক রোবটিকস শেখার সুযোগ পাবে। রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.gle/cNucXjMddjydqLTb6
“খেলতে খেলতে বিজ্ঞান” : হাতে-কলমে বিজ্ঞানের কিছু মজার এক্সপেরিমেন্ট নিয়ে খেলার সুযোগ দেয়ার জন্য শুরু হচ্ছে ৫ দিনের একটি বিশেষ কর্মশালা – “খেলতে খেলতে বিজ্ঞান”। এবার এই আয়োজনের ১৩ তম পর্ব অনুষ্ঠিত হতে চলছে। যারা নিজেরা হাতেকলমে পরীক্ষা করে বিজ্ঞানকে বুঝতে চায়, আন্তর্জাতিক সায়েন্স অলিম্পিয়াডের ব্যবহারিক অংশের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে চায়, তাদের জন্যই এই কর্মশালা। ২০২৩ -এ অধ্যয়নরত ৭ম-১০ম শ্রেণির শিক্ষার্থীরা এখানে অংশ নিতে পারবে। পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, এবং মাপজোখ বিষয়ের উপর ভিত্তি করে এই কোর্স সাজানো হয়েছে। ক্লাস করার পাশাপাশি মাকসুদুল আলম বিজ্ঞানাগারে হাতেকলমে ব্যবহারিক ক্লাস করার সুবিধাও থাকছে। রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.gle/nhKDcRmJr24ume27A
উল্লেখ্য এ সকল কোর্সে ‘অংশ নেয়া সকল শিক্ষার্থীকে অংশগ্রহণের সার্টিফিকেট দেয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীকে নিজের ল্যাপটপ সাথে করে নিয়ে আসতে হবে। বিস্তারিতঃ http://maslab.org/course/
কোর্স সংক্রান্ত যেকোন প্রশ্ন events@bdosn.org এ ইমেইল করা যাবে।