মাত্র এক মিনিটে চার্জ হবে ফোন-ল্যাপটপ

মাত্র এক মিনিটে চার্জ হবে ফোন-ল্যাপটপ
মাত্র এক মিনিটে চার্জ হবে ফোন-ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক :বর্তমানে যে কোনো ডিভাইসের ক্ষেত্রেই ব্যবহারকারীরা ফাস্ট চার্জিংয়ের সুবিধা চান, যে কারণে বিভিন্ন কোম্পানি সুপারফাস্ট চার্জিং টেকনোলজি নিয়ে আসছে। কিন্তু যদি মাত্র ১ মিনিটে ফোন-ল্যাপটপ চার্জ হয়ে যায়, কেমন হবে ব্যাপারটা? শুনতে অবাক লাগলেও এ অদ্ভুত আবিষ্কারই করেছেন অঙ্কুর গুপ্তা নামের এক ভারতীয় বংশোদ্ভূত গবেষক ও তার টিম।

যুক্তরাষ্ট্রের কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সহকারী অধ্যাপক গুপ্তার আবিষ্কৃত নতুন প্রযুক্তিটি মাত্র ১ মিনিটে একটি ডেড অর্থাৎ একেবারে চার্জ নেই এমন অবস্থায় থাকা ল্যাপটপ বা ফোন চার্জ করে দেবে। এ ছাড়াও এ প্রযুক্তিতে মাত্র ১০ মিনিটে একটি বৈদ্যুতিক গাড়ি বা ই-কার (Electric Car) চার্জ করতে পারে।

সম্প্রতি জার্নাল প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেসে গুপ্তার গবেষণার বিশদ বিবরণ প্রকাশিত হয়েছে। ওই জার্নাল অনুযায়ী, আয়ন কণাগুলো কীভাবে আণুবীক্ষণিক ছিদ্রগুলোর একটি জটিল নেটওয়ার্কের মধ্যে সঞ্চালিত হয় সেই নিয়েই নাড়াচাড়া করেছেন ওই রিসার্চার। তার মতে, এ আবিষ্কৃত প্রযুক্তির সাহায্যে সুপারক্যাপাসিটরের মতো আরও এফিসিয়েন্ট বা কাজের স্টোরেজ ডিভাইস বানানো যাবে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন