বুধবার, ১৮ জুন, ২০২৫, ৯:১৩ অপরাহ্ণ
25.8 C
Dhaka

ভিভো ওয়াই২৭: চলছে প্রি-বুকিং, রয়েছে আকর্ষণীয় উপহার

টেকভিশন২৪ ডেস্ক: এলিট ডুয়েল রিং ডিজাইন, স্মার্ট আউটলুক, ৪৪ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং এবং ৬.৬৪ ইঞ্চি ফুল এইচডিপ্লাস সান লাইট ডিসপ্লে নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করেছে ভিভো ওয়াই২৭। চলছে প্রি-বুকিং। পাশাপাশি লাকি ড্র এ অংশগ্রহণ করলে রয়েছে আকর্ষণীয় উপহার। চমৎকার রিরো এন১০, ২ বছর ওয়্যারেন্টি বৃদ্ধি করার সুযোগসহ উপহার হিসেবে আরো রয়েছে আকর্ষণীয় ছাতা।

রুচিশীল রঙ, চমৎকার ডিজাইনের ভিভো ওয়াই২৭ পাওয়া যাচ্ছে বারগেন্ডি বø্যাক এবং সি বøু নামক দুইটি সুন্দর কালারে। ব্যাক সাইডের ক্যামেরা মডিউলে চোখে পড়বে ভিন্নতা। নেই বক্স আকারের আলাদা ক্যামেরা সেগমেন্ট। এর পরিবর্তে নজর কাড়বে ক্যামেরা বাইরে সোনালি রিং। ডুয়েল ক্যামেরা মডিউল ডিজাইনের সোনালি রঙ বাড়িয়েছে স্মার্টফোনের সৌন্দর্য্য।

পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির চার্জে রয়েছে ৪৪ ওয়াটের টাইপ-সি ফ্লাশ চার্জার। একবার শতভাগ চার্জে টানা ১৬ ঘন্টার বেশি ভিডিও দেখা সম্ভব। সারা দিনের কাজে ব্যবহার করলেও এর চার্জ থাকবে প্রায় দেড় দিন পর্যন্ত। পাশাপাশি উন্নত চার্জিং প্রযুক্তি ব্যবহার করায় ভিভো ওয়াই২৭ শতভাগ চার্জ হবে মাত্র এক ঘন্টারও কম সময়ে।

২.৫ ডি কার্ভড ডিজাইনের স্কয়ার আকারের স্মার্টফোনটির বডি ডায়মেনশন ১৬৪.০৬ দ্ধ ৭৬.১৭ দ্ধ ৮.০৭ মিমি। ওজন মাত্র ১৯০ গ্রাম। যা বেশ লাইট গ্রিপ দেয়। ২৩৮৮ দ্ধ ১০৮০ রেজুলেশনের ৬.৬৪ ইঞ্চি ফুল এইচডিপ্লাস সানলাইট ডিসপ্লে পাওয়া যাবে স্মার্টফোনটিতে। তাই রোদের আলোতেও ব্যবহার উপযোগী হবে ভিভো ওয়াই২৭ এর মাল্টিটাচ ক্যাপাসিটিভ ডিসপ্লে।

মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসরের সাথে আপডেটেড ফানটাচ ওএস ১৩ অপারেটিং সিস্টেম ব্যবহার করায় বেশ স্মুথ অভিজ্ঞতা পাওয়া যাবে। বাড়বে কাজের গতি। অ্যাপ পরিবর্তন এবং অ্যাপ ডেটা সংরক্ষণ হবে সহজ। সাথে রয়েছে ৬ জিবি র‌্যাম। তাই স্টোরেজের  চিন্তার অবসান হবে নিমিষেই। এক্সটেন্ডড র‌্যাম টেকনোলজি ৩.০ এর জন্য চাইলেই আরো ৬ জিবি র‌্যাম বাড়িয়ে নেওয়া সুবিধা রয়েছে। পাশাপাশি ১২৮ জিবি রম ব্যবহার করা যাবে দুর্দান্ত ভিভো ওয়াই২৭।

৫০ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার ক্যামেরায় তোলা ছবি হবে জীবন্ত। টোনালিটি হবে অথেনটিক, ন্যাচারাল এবং এনার্জিটিক। রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল বোকেহ। পাশাপাশি পোর্ট্রটে মোড, নাইট মোড, প্যারানোমা, লাইভ ছবি, ¯েøা-মোশন, টাইম ল্যাপস ইত্যাদি ফিচার তো থাকছেই।  

ভিভো ওয়াই২৭ এর দাম নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৯৯৯ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

চ্যাটজিপিটি: বিস্ময়কর উদ্ভাবন

টেকভিশন২৪ ডেস্কঃ প্রতিনিয়তই আসছে নিত্য নতুন প্রযুক্তি। তবে কয়েক...

এমবেডেড সিস্টেমের বিবর্তন: ২০২৬ সালের কর্মসংস্থান ও ভবিষ্যৎ প্রবণতা

ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন: ইলেকট্রনিক্স, ওয়্যারলেস যোগাযোগ, নেটওয়ার্কিং, জ্ঞানীয়...

তেহরানে ইন্টারনেট বন্ধ, ইলন মাস্কের স্টারলিংক সেবা চালু

ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে ইরান সরকার যখন দেশটির নাগরিকদের ইন্টারনেট...

সর্বশেষ

টেকনো স্পার্ক গো ২ ফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: টেকনোর স্পার্ক সিরিজ স্মার্টফোন এর ব্যাপক জনপ্রিয়তা...

গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন ডিজি-টেক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি ও ইলেকট্রনিক্স খাতে আন্তর্জাতিক মর্যাদার...

ইন্টেল ফাউন্ড্রি বিভাগে জুলাই থেকে ২০% কর্মী ছাঁটাই

টেকভিশন২৪ ডেস্ক: চিপ নির্মাতা জায়ান্ট ইন্টেল আগামী জুলাই মাস...

স্টুডেন্ট, প্রোফেশনাল, ক্রিয়েটিভ – সবার জন্য এক ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান যুগের পেশাগত ও শিক্ষাগত চাহিদা অনেক...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img