স্ন্যাপড্রাগন ৭৩২জি এবং ১২০ হার্জ ডিসপ্লেতে পোকো এক্স৩ এনএফসি ব্যবহারকারীদের দেবে অনন্য এক অভিজ্ঞতা।
টিভি২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে পোকো এক্স৩ এনএফসি, পোকো এম২ এবং পোকো সি৩ মডেলের নতুন ৩টি ডিভাইস উন্মোচন করেছে স্মার্টফোন ব্র্যান্ড পোকো। ২০১৮ সালে পোকো এফ১ আনার পর দ্বিতীয়বারের মতো ব্র্যান্ডটি দেশে নতুন স্মার্টফোন আনলো।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ইতোঃপূর্বে ফ্যান ও ব্যবহারকারীদের কাছে অত্যধিক সাড়া ফেলেছে পোকো। বাংলাদেশে সে কারণেই ব্র্যান্ডটির নতুন তিনটি স্মার্টফোন উন্মোচিত হলো। পোকো এক্স৩ এনএফসি দিয়ে আমরা কোয়ালকমের ৭০০ সিরিজের নতুন ও সবচেয়ে শক্তিশালী ৪জি প্লাস প্রসেসর স্ন্যাপড্রাগন ৭৩২জি নিয়ে এসেছি, যা ব্যবহারকারীদের অবিশ্বাস্য পারফরম্যান্স দেবে। এর ১২০ হার্জ ডিসপ্লে অবিশ্বাস্য রকমের স্মুথ পারফরম্যান্স দেয় যা বাজারে থাকা অনেক ফ্ল্যাগশিপের চেয়ে উন্নত। সব ধরনের গ্রাহকের বিবেচনায় আমরা পোকো এম২ এবং পোকো সি৩ আনছি। যাতে রয়েছে গ্রাহকদের পছন্দের সব স্পেসিফিকেশন।
পোকো এক্স৩ এনএফসি : স্মার্টফোন ব্যবহারকারীদের গেইমিং অভিজ্ঞতার জন্য উপযুক্ত ডিভাইস হতে পারে পোকো এক্স৩ এনএফসি। ডিভাইসটিতে এখন পর্যন্ত কোয়ালকমের সর্বাধুনিক ও সবচেয়ে শক্তিশালী ৪জিপ্লাস স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর ব্যবহৃত হয়েছে। বাজারে থাকা অধিকাংশ ফ্ল্যাগশিপের চেয়ে পোকো এক্স৩ এনএফসি ৩৩ শতাংশ বেশি গতিতে রেসপন্স করতে সক্ষম। ফলে ব্যবহারকারীদের গেইমিং অভিজ্ঞতাও হবে অনন্য। পোকো এক্স৩ এনএফসি কোবাল্ট ব্লু ও শ্যাডো গ্রে রঙে পাওয়া যাবে। এটি পাওয়া যাবে ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজে। দাম যথাক্রমে ২৫,৯৯৯ এবং ২৭,৯৯৯ টাকা।
পোকো এম২ : পোকো এম২ স্মার্টফোনটি আসছে মিডিয়াটেকের হেলিও জি৮০ অক্টা-কোর প্রসেসরে। যাতে থাকছে কর্টেক্স-এ৭৫ কোরের ২.০ গিগাহার্জ এবং সিক্স কর্টেক্স-এ৫৫ কোরের ১.৮ গিগাহার্জ প্রসেসর। দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপ দিতে পোকো এম২ ডিভাইসে দেয়া হয়েছে ১৮ ওয়াটের ফাস্টচার্জিংসহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এর বক্সে থাকছে ১০ ওয়াটের চার্জার। পোকো এম২ পাওয়া যাবে ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজে। দাম যথাক্রমে ১৫,৯৯৯ এবং ১৬,৯৯৯ টাকা। এটি পাওয়া যাবে ব্রিক রেড, পিচ ব্ল্যাক ও স্লেট রঙে।
পোকো সি৩ : ব্যবহারকারীদের জন্য পোকোর বৈশিষ্ট্যযুক্ত টু-টন ডিজাইনের সাথে সবদিকে ব্যালেন্স করে উপযুক্ত হ্যান্ডসেট পোকো সি৩। এই মডেলটিতে রয়েছে এআই ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রাথমিক লেন্স ১৩ মেগাপিক্সেলের, এর সাথে রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর সহ আছে ৭২০ পিক্সেলে ভিডিও ধারণ সুবিধা। পোকো সি৩ আসছে আর্কটিক ব্লু, লাইম গ্রিন ও ম্যাট ব্ল্যাক রঙে, থাকছে ৩জিবি+৩২জিবি এবং ৪জিবি+৬৪জিবি সংস্করণ। দাম যথাক্রমে ১১,৯৯৯ এবং ১২,৯৯৯ টাকা। শীঘ্রই ফোনগুলো দেশের সব মি অথোরাইজড স্টোর এবং রিটেইল পার্টনার স্টোরে পাওয়া যাবে।