টেকভিশন২৪ ডেস্ক: আজ ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হল, ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ এর উদ্বোধনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি উভয় প্রকারের সংস্থার জন্য, সাধারণ এবং কারিগরি ক্যাটাগরিতে আইসিটি ডিভিশনের পক্ষ থেকে জাতীয় পুরস্কার প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ। সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, এম পি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। তিনি স্বহস্তে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
আইসিটি ডিভিশন কর্তৃক আয়োজিত ৪র্থ ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২০ এ, আইএসপিএবি অংশগ্রহণ করে এবং প্রথমবারের মতো বেসরকারি-কারিগরি ক্ষেত্রে শ্রেষ্ঠ দল হিসেবে জাতীয় পর্যায়ে পুরস্কার লাভ করে। এটি আমাদের আইএসপি ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত গর্বের বিষয় বলে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ।
আইএসপিএবির প্রতিনিধি শ্রেষ্ঠ দল হিসেবে জাতীয় পর্যায়ে পুরস্কারটি সংগঠনের পক্ষে গ্রহন করেন।