টফি অ্যাপে সরাসরি নিউজিল্যান্ড-আয়ারল্যান্ড ক্রিকেট সিরিজ

টফি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের একটি শীর্ষ ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি তে কাল থেকে সরাসরি সম্প্রচারিত হবে নিউজিল্যান্ড-আয়ারল্যান্ড ক্রিকেট সিরিজ। তিনটি ওয়ানডে ম্যাচ  এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ  অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইস এবং অ্যান্ড্রয়েড টিভিতে যেকোনো নেটওয়ার্ক থেকে বিনামূল্যে দেখা যাবে টফি অ্যাপে।

টফি-তে তিনটি ওয়ানডে ম্যাচ যথাক্রমে ১০, ১২ এবং ১৫ জুলাই দুপুর ৩:৩০ থেকে সরাসরি দেখা যাবে। এরপর তিনটি ওডিআই ম্যাচ যথাক্রমে ১৮, ২০ এবং ২২ জুলাই বিকাল ৫ টা থেকে সরাসরি দেখা যাবে। উক্ত সময়সূচী বাংলাদেশ স্থানীয় সময়ের জন্য প্রযোজ্য।        

লাইভ স্পোর্টস দেখার জন্য টফি অ্যাপে নির্দিষ্ট চ্যানেল রয়েছে। দর্শকরা এই চ্যানেলে নিউজিল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজের ম্যাচ সরাসরি দেখতে পারবেন। চ্যানেল লিঙ্কঃ https://toffeelive.page.link/Live2

টফি-এর ডিরেক্টর আবদুল মুকিত আহমেদ বলেন, “বাংলালিংক টফিতে গুরুত্বপূর্ণ লাইভ ক্রিকেট ম্যাচগুলো নিয়ে আসতে চায়। দ্রুততম ফোর জি ইন্টারনেটের মাধ্যমে লাইভ ক্রিকেট দেখার সুযোগ থাকায় আমাদের দর্শকরা যেকোন যায়গা থেকে ক্রিকেটের উত্তেজনা উপভোগ করতে পারছেন।“   

তিনি আরও বলেন, “প্রথম বাংলাদেশী ইউজার জেনারেটেড কন্টেন্ট (ইউজিসি) প্ল্যাটফর্ম হিসেবে টফি ক্রমাগত প্ল্যাটফর্মে বিভিন্ন কনটেন্ট যুক্ত করছে। এই ঈদের মৌসুমে দর্শকরা টফি-তে সিনেমা, সঙ্গীত এবং তুর্কি ড্রামা সহ বিশাল পরিসরের বিনোদন উপভোগ করতে পারবেন। এছাড়াও, আমাদের প্রথম অরিজিনাল সিনেমা ‘মৃধা বনাম মৃধা’ দেখা যাবে।”      

টফি অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইস এবং অ্যান্ড্রয়েড টিভিতে প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। কিছু কনটেন্ট দেখা যাবে টফি-এর ওয়েবসাইট থেকেঃ https://toffeelive.com

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন