প্রিয়জনের কন্ঠ হুবহু নকল করবে অ্যামাজনের এলেক্সা

এলেক্সা
অ্যামাজন এলেক্সা

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: পোষা টিয়া পাখির মতো করেই গলা নকল করবে এলেক্সা। জনপ্রিয় ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট এলেক্সা। ব্যবহারকারী যার গলা শুনতে চাইবেন এলেক্সা তার মতো গলা করেই উত্তর দেবে। তবে এ জন্য এক মিনিটেরও কম সময়ের একটা অডিও শোনাতে হবে এলেক্সাকে। তা হলেই হুবহু সেই কণ্ঠস্বর নকল করে ফেলবে সে। যে কোনও শব্দ অনুকরণ করার এমনই সিস্টেম তৈরি করছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন।

করোনা অতিমারিতে অনেকেই তাদের প্রিয়জনকে হারিয়েছেন। এলেক্সার মাধ্যমে যদি তাদের স্মৃতি ফিরিয়ে আনা যায়, সেই লক্ষ্যেই এমন উদ্যোগ বলে জানিয়েছে সংস্থা। অ্যামাজনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রোহিত প্রসাদ বলছেন, মহামারীতে অনেকেই তাদের প্রিয়জনকে হারিয়েছেন। এর মাধ্যমে যদি তারা আমাদের সঙ্গে থাকতে পারেন! তাই এই ব্যবস্থা।

তবে কবে থেকে এলেক্সায় এই ফিচার পাওয়া যাবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। অ্যামাজন শুধু জানিয়েছে, এলেক্সার সঙ্গে উৎপাদিত বুদ্ধিমত্তা, ব্যবহারকারীর পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা এবং সামান্য ইনপুটসহ নতুন ধারণাগুলি শেখার লক্ষ্য অর্জনের কাজ চলছে।

অ্যামাজন এর আগেই প্রোটিয়াস নামে তার প্রথম স্বয়ংক্রিয় রোবটের কথা জানিয়েছে। আর তার পরেই এলেক্সায় এই পরিবর্তন। অ্যামাজনের দাবি, প্রোটিয়াস কোনও মানুষের সহায়তা ছাড়াই নিজে থেকে কাজ করতে সক্ষম। যার অর্থ রোবটটা নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং স্বয়ংক্রিয়ভাবে আশপাশের কর্মীদের সঙ্গে নিজের কাজ করতে পারবে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন