এবার মেসেজ এডিটের সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ

টেকভিশন২৪ ডেস্ক: ব্যবহারকারীদের মেসেজ এডিট বা সম্পাদনার সুযোগ দিতে যাচ্ছে হোয়া্টসঅ্যাপ।  প্রতিদ্বন্দ্বী টেলিগ্রাম ও সিগন্যালের পর এই ঘোষণা দিল জনপ্রিয় চ্যাটিং অ্যাপটি।

হোয়াইটঅ্যাপ জানায়, পাঠানো বার্তা ১৫ মিনিট পর্যন্ত সম্পাদনার সুযোগ থাকবে।  ইনস্ট্যান্ট-মেসেজিং পরিষেবাটি মার্কিন প্রযুক্তি জায়ান্ট মেটার অংশ। যার জনপ্রিয় দুটো উইন্ডো ফেসবুক ও ইনস্টাগ্রাম।

আগামী সপ্তাহে সারা বিশ্বের ২০০ কোটি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি উপভোগ করতে পারবে।

গতকাল সোমবার (২২ মে) এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে বলা হয়, ভুল বানান সংশোধন থেকে অতিরিক্ত শব্দ যোগের সুবিধা দিয়ে চ্যাটের ওপর ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বাড়াতে সংস্থাটি আগ্রহী।

এর জন্য পাঠানো মেসেজ দীর্ঘক্ষণ চেপে ধরতে হবে। এরপর মেনু থেকে ‘এডিট’ নির্বাচন করে সম্পাদনা করা যাবে। যা ১৫ মিনিট সময়ের মধ্যে দেখা যাবে। ওই মেসেজকে ‘সম্পাদিত’ হিসেবে ট্যাগ করা হবে। যার মাধ্যমে বিষয়বস্তু বা বার্তা পরিবর্তন সম্পর্কে সচেতন হতে পারবেন প্রাপক। তবে পরিবর্তনের ক্রম দেখানো হবে না।

অবশ্য মেটার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুক পোস্টের ক্ষেত্রে এডিট অপশনটি এক দশকের বেশি সময়জুড়ে চালু রয়েছে। যেখানে সম্পাদনার ইতিহাস সহজেই দেখা যায়।

এছাড়া ইলোন মাস্ক মালিকানা নেয়ার পর গত বছর বলা হয়, যারা অর্থের বিনিময়ে অ্যাকাউন্ট পরিচালনা করবেন, তারা ৩০ মিনিটের মধ্যে টুইট সম্পাদনার সুযোগ পাবেন।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন