এবার থেকে আয় করা যাবে ইউটিউব শর্টসে

টেকভিশন২৪ ডেস্কঃ বর্তমান সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইউটিউব শর্টস। সর্বোচ্চ ৬০ সেকেন্ডের ভিডিও তৈরি করে এই মাধ্যমটিতে বিনিময় করা যায় সহজেই। আগামী ফেব্রুয়ারি মাস থেকে এই শর্টস ভিডিওতে দেখানো বিজ্ঞাপন থেকে আয়ের নির্দিষ্ট অংশ পাবেন ভিডিওর নির্মাতারা।

ইউটিউব শর্টস ইউটিউবের একটি ফিচার। সাধারণত ইউটিউব ভিডিও আপলোড করার জন্য ভিডিও রেকর্ড এবং সম্পাদনা আলাদাভাবে করার প্রয়োজন হয়। তবে ইউটিউব শর্টস সরাসরি মোবাইলের ইউটিউব অ্যাপ থেকে রেকর্ড এবং এডিট করে আপলোড করা যায়।

এক বিবৃতিতে ইউটিউব জানিয়েছে, ফেব্রুয়ারির শুরুর দিকে শর্টস ভিডিওর জন্য মনিটাইজেশন সুবিধা চালু করা হবে। নির্মাতারা যেদিন থেকে এ সুবিধার যোগ্য হবেন, সেদিন থেকেই শর্টস ভিডিওতে দেখানো বিজ্ঞাপনের নির্দিষ্ট অংশ আয় করতে পারবেন। আর এই বিজ্ঞাপন থেকে আয়ের ৪৫ শতাংশ পাবেন নির্মাতা।

শর্টসের মাধ্যমে আয় করতে হলে শর্টস নির্মাতাদের কমপক্ষে ১ হাজার সাবস্ক্রাইবার এবং বিগত ৯০ দিনের মধ্যে চ্যানেলের সব শর্টস মিলিয়ে ১ কোটির বেশি ভিউ থাকতে হবে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন