রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ১১:১০ পূর্বাহ্ণ
30 C
Dhaka

বেসিসের নতুন সভাপতি এম রাশিদুল হাসান

দেশের সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৬ মেয়াদে নতুন সভাপতি হয়েছেন এম রাশিদুল হাসান। বুধবার বেসিস কার্যালয়ে পরিচালকের মধ্যে পদ বণ্টনে নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। এ ছাড়া আগামী ৬ মাসের মধ্যে নির্বাচন রোডম্যাপও ঘোষণা করা হয়েছে। সদস্যদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসিস নির্বাহী পরিষদ ২০২৪-২৬ এর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা অবহিত আছেন যে গত ১৭ অক্টোবর সভাপতির পদ থেকে রাসেল টি আহমেদ এবং ১৯ অক্টোবর সহ-সভাপতি (অর্থ) পদ থেকে ইকবাল আহমেদ ফখরুল হাসান পদত্যাগ করলে এই দুটি পদ শূন্য হয়। ৩০ অক্টোবর বেসিস নির্বাহী পরিষদের জরুরি সভায় (৩৩২তম সভা) উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে শূন্য পদসমূহ পূরণ করা হয়েছে। বর্তমান নির্বাহী পরিষদ (২০২৪-২৬) সদস্যগণের মধ্য থেকে জ্যেষ্ঠ সহ-সভাপতি এম রাশিদুল হাসানকে সভাপতি পদে, পরিচালক মো. মোস্তাফিজুর রহমান সোহেলকে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে এবং পরিচালক এম আসিফ রহমানকে সহ-সভাপতি (অর্থ) পদে নির্বাচিত করা হয়েছে। সদস্যদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের লক্ষ্যে নির্বাচিত নির্বাহী পরিষদ সদস্যদের বাইরে কাউকে কো-অপ্ট না করে সব কার্যক্রম যথারীতি পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

সেখানে আরও বলা হয়, সম্মানিত সদস্যদের মতামতের ভিত্তিতে বেসিসের নিয়মিত কার্যক্রম ও এর সদস্যদের স্বার্থরক্ষায় প্রতিশ্রুত সংস্কার কাজগুলো সাধ্য মতো সম্পন্ন করে আগামী ৬ মাসের মধ্যে একটি নির্বাচনের মাধ্যমে নির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তরের বিষয়েও সদস্যগণ একমত হয়েছেন। এছাড়া চলমান বেসিস সংঘবিধি সংশোধন, বেসিস মেম্বারশীপ অডিট এবং সদস্য সুরক্ষাসহ অতি প্রয়োজনীয় এবং জরুরি সংস্কার কাজ সাধ্যমতো প্রচেষ্টার মাধমে সম্পন্ন করে আগামী জানুয়ারি ২০২৫ মাসের ১ম/২য় সপ্তাহে অনুষ্ঠেয় এজিএমে/ইজিএমে সার্বিক অগ্রগতি সবিস্তারে সদস্যদের সামনে তুলে ধরা হবে। উল্লেখ্য, এপ্রিল ২০২৫-এর মধ্যে নির্বাচন অনুষ্ঠানের একটি সম্ভাব্য রোডম্যাপও সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সফটওয়্যার ও আইটি পরিষেবা খাতের প্রকৃত উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে প্রয়োজনীয় জরুরি সংস্কারমূলক কাজ সুষ্ঠুভাবে সম্পাদন ও দেশে-বিদেশে বেসিস-এর সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে বর্তমান নির্বাহী পরিষদকে আপনারা যথাসম্ভব সবরকম সহযোগিতা করবেন। সব প্রকার ভেদাভেদ ভুলে আসুন আমরা বেসিসকে একটি আদর্শ বাণিজ্য সংগঠন হিসেবে অনন্য উচ্চতায় নিয়ে যেতে স্ব স্ব অবস্থান থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখি। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

এই সপ্তাহের জনপ্রিয়

ফেসবুক পেজ ও আউটলেটে বেবি কেয়ার এন্ড কমফোর্ট

টেকভিশন২৪ ডেস্কঃ শিশু প্রসাধনী এবং পণ্য যারা প্রতিনিয়ত খোঁজ করেন।...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বেসিস নির্বাচন পরিচালনায় নির্বাচন ও আপিল বোর্ড গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

বেসিস নির্বাচন পরিচালনায় নির্বাচন ও আপিল বোর্ড গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

টেলিফোন-এসএমএসের মাধ্যমে সমন জারি করা যাবে: রিজওয়ানা হাসান

টেকভিশন২৪ ডেস্ক: বিচার কার্যক্রম অনেকাংশেই সেকেলে রয়ে গেছে জানিয়ে...

দেশে স্টারলিংকের সহযোগী ‘ফাইবার অ্যাট হোম’!

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুতগতির ইন্টারনেট সেবাদাতা ‘স্টারলিংক’ নিয়ে বাংলাদেশে চলছে...

ডিজিটাল ভেরিফিকেশন ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ নিলেন জনসংযোগ কর্মকর্তারা

বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img