মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
18 C
Dhaka

ইউআইইউতে ক্যানস্যাট ওয়ার্কশপ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের জন্য হাতে-কলমে স্পেস ইঞ্জিনিয়ারিং শেখার এক ব্যতিক্রমী আয়োজন হিসেবে ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে একটি দিনব্যাপী ক্যানসেট ওয়ার্কশপ।

ক্যানস্যাট হলো সফট ড্রিংকের ক্যানের সমান আকারের একটি ক্ষুদ্র কৃত্রিম উপগ্রহ, যা শিক্ষার্থীদের মহাকাশ প্রকৌশলের মৌলিক ধারণা বাস্তবভাবে বোঝানোর উদ্দেশ্যে তৈরি। এই ক্ষুদ্র উপগ্রহে সংযুক্ত সেন্সর ও নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে তাপমাত্রা, বায়ুচাপ, উচ্চতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয় এবং উৎক্ষেপণের সময় সেই তথ্য গ্রাউন্ড স্টেশনে পাঠানো হয়। ক্যানস্যাট শিক্ষার্থীদের উপগ্রহ নকশা, প্রোগ্রামিং এবং তথ্য বিশ্লেষণের বাস্তব অভিজ্ঞতা প্রদান করে।

এই ওয়ার্কশপটি আয়োজন করে স্পেস ইনোভেশন ক্যাম্প এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সহযোগীতায় ছিল ইউআইইউ মার্স রোভার টীম।

ওয়ার্কশপটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং একটি পূর্ণাঙ্গ ক্যানস্যাট—অর্থাৎ মিনি স্যাটেলাইট—ডিজাইন, নির্মাণ, প্রোগ্রামিং এবং লঞ্চ করার বাস্তব অভিজ্ঞতা অর্জন করে।

দিনব্যাপী এই হ্যান্ডস-অন ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা ক্যানস্যাটের স্ট্রাকচার ডিজাইন, সেন্সর ও ইলেকট্রনিক্স সংযোগ, মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিং, লাইভ টেলিমেট্রি ডাটা সংগ্রহ, সিস্টেম টেস্টিং ও ট্রাবলশুটিং সম্পর্কে শিখে। ওয়ার্কশপটির অন্যতম আকর্ষণ ছিল ড্রপটেস্ট এর মাধ্যমে ক্যানস্যাট লঞ্চ এবং সফল রিকভারি, যার পর শিক্ষার্থীরা নিজস্ব ক্যানস্যাট থেকে সংগৃহীত বাস্তব বায়ুমণ্ডলীয় ডাটা বিশ্লেষণ করার সুযোগ পায়।

ইউআইইউ মার্স রোভার টীম এর ডিরেক্টর এবং এসআইসি ক্যানসেট ক্রু এর মেন্টর মোঃ আবিদ হোসেন বলেন- “আজকের শিক্ষার্থীরা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকলে চলবে না। ক্যানস্যাট ওয়ার্কশপের মাধ্যমে আমরা তাদের এমন একটি অভিজ্ঞতার ভেতর নিয়ে যেতে চেয়েছি, যেখানে তারা নিজের সিদ্ধান্ত নিজে নেবে, ভুল করবে, সেখান থেকে শিখবে এবং দলগতভাবে সমাধান বের করবে। এই ধরনের বাস্তবভিত্তিক শেখার অভিজ্ঞতাই আগামী দিনের উদ্ভাবক, গবেষক ও নতুন চিন্তাধারার পথপ্রদর্শক তৈরি করতে পারে। আমরা বিশ্বাস করি, এই কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনেকেই ভবিষ্যতে দেশের স্পেস, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

আয়োজনটি সম্পর্কে স্পেস ইনোভেশন ক্যাম্প এর প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন- “এই ওয়ার্কশপ আয়োজনের মূল উদ্দেশ্য হলো মিনি স্যাটেলাইটের মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্মকে মহাকাশ প্রযুক্তির প্রতি আগ্রহী করে তোলা। বড় ও জটিল স্যাটেলাইট নিয়ে কাজ করার আগে যে মৌলিক ধারণা ও দক্ষতা প্রয়োজন, তার শুরুটা হয় ছোট আকারের স্যাটেলাইট বা ক্যানস্যাটের মাধ্যমে। আমরা চাই শিক্ষার্থীরা যেন শুরু থেকেই এই ভিত্তিটা হাতে-কলমে শিখতে পারে। ক্যানস্যাটের মতো ক্ষুদ্র স্যাটেলাইটে কাজ করার অভিজ্ঞতাই ভবিষ্যতে বড় স্যাটেলাইট প্রকল্পে যুক্ত হওয়ার প্রস্তুতি তৈরি করে দেয়। সেই লক্ষ্য থেকেই আমরা এই ক্যানস্যাট ওয়ার্কশপ ও ক্যাম্প প্রোগ্রামটি আয়োজন করেছি।“

আয়োজক স্পেস ইনোভেশন ক্যাম্প জানিয়েছে, ভবিষ্যতেও সারা দেশ ব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্যান স্যাটেলাইট নিয়ে সেমিনার এবং ওয়ার্কশপ এর আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে অপো...

নোট সিরিজের নতুন ফোন আনছে ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারের ধরন দ্রুত বদলে যাচ্ছে। কাজ,...

টেকনোর মেগাপ্যাড এসই উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল এআই নির্ভর ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো...

যাত্রা শুরু করলো মিলিয়ন এক্স বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দৌড়ে পিছিয়ে...

তরুণ উদ্যোক্তাদের আইটি পার্কে অফিস সাথে ফ্রি ইন্টারনেট: তারেক রহমান

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের কর্মসংস্থান ও প্রযুক্তি খাতের বিকাশে...

সর্বশেষ

ডিডিআই এক্সপোতে যত “সেমিনার এবং প্যানেল আলোচনা”

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

“টিভি দেখার নতুন অভিজ্ঞতা” স্লোগানে যাত্রা শুরু করলো দেশী ওটিটি ‘দোয়েল’

টেকভিশন২৪ প্রতিবেদক: ডিজিটাল বিনোদনের দুনিয়ায় যাত্রা শুরু করলো নতুন...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

বিএসসিএলের স্টারলিংক সেবার সেলস এজেন্ট হলো বি-ট্র্যাক সল্যুশনস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) বি-ট্র্যাক সল্যুশনস...

দেশের শাওমি রেডমি প্যাডের ২ সংস্করণ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: রেডমি প্যাড ২ প্রো নামে দেশের বাজারে...

রেমিট্যান্স সেবা নিয়ে নগদ ও শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আরও দ্রুত ও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি