ওপেনএআই ছাড়ছেন সহ-প্রতিষ্ঠাতা জন শুলমান

টেকভিশন২৪ ডেস্ক : ২০২২ সালের নভেম্বরে জনপ্রিয় এআই চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ নিয়ে আসার মাধ্যমে প্রযুক্তি বিশ্বে আলোড়ন তৈরি করে ওপেনএআই। এআই-এর বাজারে নিজেদের অবস্থান যখন আরও শক্তিশালী করছে প্রতিষ্ঠানটি তখনই সহ-প্রতিষ্ঠাতা জন শুলমান ওপেনএআই ছেড়ে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক-এ যোগ দেয়ার কথা জানিয়েছেন। খবর রয়টার্স।

গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (প্রাক্তন টুইটার) এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

নিজের এক্স অ্যাকাউন্ট থেকে করা পোস্টে শুলমান লেখেন, “এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে এআই অ্যালাইনমেন্টে গভীরভাবে ফোকাস করার আগ্রহ এবং নিজের ক্যারিয়ারে নতুন এক অধ্যায়ের সূচনা করা যেখানে আমি হাতে-কলমে টেকনিক্যাল কাজে ফিরতে পারবো।”

উল্লেখ্য, শুলমানের ওপেনএআই ছেড়ে চলে যাওয়ার ঘোষণা আসার দিনই প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট এবং আরেক সহ-প্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যানও লম্বা ছুটিতে যাওয়ার ঘোষণা দেন নিজের এক্স অ্যাকাউন্ট থেকে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন