২০ বিলিয়ন ডলারে ফিগমা কিনে নিলো অ্যাডবি

FILE PHOTO: Adobe logo is seen on smartphone in this illustration taken June 13, 2022. REUTERS/Dado Ruvic/Illustration

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন সফটওয়্যার কোম্পানি অ্যাডবি ২০ বিলিয়ন মার্কিন ডলারে আরেক মার্কিন সফটওয়্যার কোম্পানি ফিগমাকে কিনে নিয়েছে। নগদের পাশাপাশি শেয়ার বিনিময়ের মাধ্যমে প্ল্যাটফর্মটি কিনে নিয়েছে অ্যাডবি। খবর ব্লুমবার্গ।

ব্লুমবার্গের সাংবাদিক কেটি রুফ বলেন, এর আগে এত অর্থ খরচ করে কোনো বেসরকারি প্রতিষ্ঠান সফটওয়্যার কোম্পানি অধিগ্রহণ করেনি। অ্যাডবি আশা করছে, ফিগমা কেনার মাধ্যমে ডিজাইনে সৃজনশীলতা আসবে। অ্যাডবির ভিজ্যুয়াল এডিটিং ফিগমার প্ল্যাটফর্মে ব্যবহারের ফলে নতুনত্ব খুঁজে পাওয়া যাবে।

নিয়ন্ত্রক এবং শেয়ারহোল্ডারদের কাছ থেকে অনুমোদন পেলে ২০২৩ সাল থেকে একসাথে কাজ করবে সংস্থা দুটি। ফিগমার সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান ডিলান ফিল্ড ফিগমার দায়িত্বে থাকবেন। তবে অ্যাডবির ডিজিটাল মিডিয়া লিড ডেভিড ওয়াধওয়ানিকে রিপোর্ট করতে হবে।

ফিল্ড একটি ব্লগ পোস্টে বলেন, অ্যাডবি ফিগমাকে কিনে নিলেও আগের মতোই থাকবে সফটওয়্যার প্রতিষ্ঠানটি। ফিগমার মূল্য পরিবর্তন করার কোনো পরিকল্পনা নেই, আগে যা ছিল তাই থাকবে। প্রাথমিক ব্যবহারকারীদের জন্য বিনামূল্যেই থাকবে।

২০২১ সালে ভিডিও সহযোগী প্ল্যাটফর্ম ফারমি ডট আইও কিনেছিল অ্যাডবি।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন