স্যামসাংয়ের বিরুদ্ধে মহানবীকে অবমাননার অভিযোগ

স্যামসাং
স্যামসাং লোগো।

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: হজরত মুহাম্মদ (সঃ)-কে ‘অপমান’ করার অভিযোগ উঠেছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাংয়ের বিরুদ্ধে। শুক্রবার (১ জুলাই) পাকিস্তানের রাজধানী করাচিতে ঘটেছে এমন ঘটনা। ঘটনায় এখনও পর্যন্ত কোম্পানির ২৭ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, করাচির স্টার সিটি মলের বাইরে স্যামসাংয়ের একটি ওয়াই-ফাই ডিভাইস লাগানো হয়েছিল। সেই ডিভাইস থেকে হজরত মুহাম্মদ (সঃ)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য ভেসে আসে। আর তাতেই ক্ষোভের আগুন জ্বলে ওঠে করাচির জনগন। শুরু হয় ভাংচুর। ভেঙে দেওয়া হয় বিলবোর্ডও। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ।

পাকিস্তানের সাইবার অপরাধ দমন পুলিশ জানায়, এই ঘটনায় স্যামসাংয়ের ২৭ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর জন্য কে বা কারা দায়ী তা উদঘাটনে তদন্ত চলছে।

এ ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট করে বিবৃতি প্রকাশ করে স্যামসাং। সংস্থাটি জানায়, ধর্মীয় ভাবাবেগে আঘাত করা তাদের উদ্দেশ্য নয়। এক্ষেত্রে সর্বদা নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে সংস্থাটি।

বিবৃতিতে আরো বলা হয়, প্রতিটি ধর্মকেই আমরা সমান ভাবে সম্মান করি। একইভাবে ইসলাম ধর্মকেও সম্মান করি। ঘটনা উদঘাটনে সংস্থাটিও তদন্ত শুরু করেছে বলে জানানো হয় বিবৃতিতে।

 

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন