একবার চার্জে ১২ ঘণ্টা চলবে শাওমির হেডফোন

শাওমি

টেকভিশন২৪ ডেস্ক: ১২ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপসহ নতুন হেডফোন বাজারে নিয়ে এসেছে চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। শাওমি বোন কন্ডাক্ট নামের এই হেডফোন পানিতে পড়লেও নষ্ট হবে না।

শাওমির নতুন হেডফোনে রয়েছে এমআইইউআই পপ-আপ কুইক কানেকশন। ফলে ফোনের কাছাকাছি থাকলে ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে এবং দ্রুত ফোনের সাথে সংযুক্ত হয়ে যাবে।

হেডফোনটির ভেতরের ভাইব্রেটরটি নতুনত্ব ট্র্যাক টাইপ ডিজাইনের তৈরি। ডিভাইসটির সাউন্ড কোয়ালিটি অনবদ্য। তাছাড়া এতে রয়েছে ৩৬০ ডিগ্রী ক্লোজ ডিরেকশনাল সাউন্ড ক্যাভিটি, যা সাউন্ড লিকেজ হতে দেবে না।

হেডফোনটি একবার চার্জে ১২ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে। ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় মাত্র ৫ মিনিটের চার্জে ২ ঘণ্টা পর্যন্ত গান শোনা যাবে।

হেডফোনটি আইপি৬৬ রেটিং প্রাপ্ত অর্থাৎ পানি, বৃষ্টি, হাওয়া এবং ঘাম থেকে সুরক্ষিত থাকবে।

শাওমি বোন কন্ডাক্ট হেডফোনের কানেক্টিভিটিতে রয়েছে ব্লুটুথ ৫.২। শাওমির দাবি, ডিভাইসটি ৮৬ এমএস লো ল্যাটেন্সি সরবরাহ করতে সক্ষম। তাই ব্যবহারকারী অনায়াসেই ব্যায়ামের সময় হেডফোনটি ব্যবহার করতে পারবেন।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন