ফার্মগেট এলাকা থেকে অনুমোদনবিহীন মোবাইল ফোন জব্দ

ছবি বিটিআরসির সৌজন্যে।

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর এনফোর্সমেন্ট এন্ড ইন্সপেকশন টিম ও শেরেবাংলা নগর থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর ফার্মগেট এলাকার সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্সের ১৩টি দোকানে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের অনুমোদনবিহীন মোবাইল হ্যান্ডসেট জব্দ করা হয়েছে।

বিটিআরসি’র নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার বিকেলে পরিচালিত এ যৌথ অপারেশনে এসব মোবাইল হ্যান্ডসেট জব্দ করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১, (সংশোধিত-২০১০) অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন