মাইক্রোটিকের সর্বোচ্চ সার্টিফিকেশন পেলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের মাইক্রোটিক ট্রেইনার তিতাস সরকার মাইক্রোটিকের সর্বোচ্চ সার্টিফিকেট এমটিসিআইএনই (মাইক্রোটিক ইন্টারনেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার) অর্জন করেছেন।

সম্প্রতি ভারতে অনুষ্ঠিত এমটিসিআইএনই ভেন্ডর সার্টিফিকেশন পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন দিনের প্রশিক্ষণ শেষে এই ভেন্ডর সার্টিফিকেশন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তিতাস সরকার টিসফট আইটি নামক একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। দীর্ঘদিন থেকেই তিনি নেটওয়ার্কিংয়ে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণদের প্রশিক্ষণ প্রদান করে আসছেন। বাংলাদেশের অন্যতম মাইক্রোটিক প্রশিক্ষকও তিনি। ‘মাইক্রোটিক রাউটার নেটওয়ার্কিং ও সিকিউরিটি’ নামে একটি বইও লিখেছেন তিতাস সরকার।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন