অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়-এর সকল ফি পরিশোধ হবে বিকাশে

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

টেকভিশন২৪ ডেস্ক: এখন থেকে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা তাদের অ্যাডমিশন ও অ্যাকাডেমিক ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। এ লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠান দু’টির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির ফলে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা যেকোনো স্থান থেকে যেকোনো সময় সহজেই ফি পরিশোধ করে শিক্ষাজীবন নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যেতে পারবেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জন্যও ফি সংগ্রহ ব্যবস্থাপনা আরো সময় ও খরচ সাশ্রয়ী এবং ঝামেলাবিহীন হলো।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, বিকাশের হেড অব পে-রোল বিজনেস এ টি এম মাহবুব আলম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকাশ অ্যাপ থেকে ফি পরিশোধ করতে পারবেন। এজন্য বিকাশ অ্যাপের ‘পে বিল’ আইকন থেকে ‘এডুকেশন’-এ ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাওয়া যাবে। সেখান থেকে ‘অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নির্বাচন করে বিল সময়সীমা, স্টুডেন্ট আইডি, ফি-এর পরিমাণ ও সবশেষে বিকাশ পিন দিলেই ফি পরিশোধ হয়ে যাবে।

বিল পরিশোধ হয়ে গেলে শিক্ষার্থী কনফার্মেশন পাবেন ও বিকাশ অ্যাপেই বিলের ডিজিটাল রিসিট দেখে নিতে পারবেন। চাইলে পরবর্তী বিল পেমেন্টের জন্য অ্যাকাউন্ট সেভ করেও রাখা যাবে।

শিক্ষার্থীরা ইউএসএসডি কোড ব্যবহার করেও ফি পরিশোধ করতে পারেন। এজন্য *২৪৭# ডায়াল করে ‘পে বিল’ নির্বাচন করে ‘আদার’ অপশন বেছে নিতে হবে। পরের ধাপে ‘মেক পেমেন্ট’ অপশন নির্বাচন করে বিশ্ববিদ্যালয়ের বিলার আইডি নম্বর টাইপ করতে হবে। এরপর বিল অ্যাকাউন্ট নম্বরের জায়গায় স্টুডেন্ট আইডি টাইপ করে বিল মাস, বছর, ফি-এর পরিমাণ এবং গোপন পিন দিলে ফি পরিশোধ হয়ে যাবে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বেতন থেকে শুরু করে সব ধরনের অ্যাকাডেমিক ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করা ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। এতে ফি দেয়ার তারিখ পার হয়ে যাওয়া কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে ফি দেওয়ার ঝামেলা এড়ানো যাচ্ছে। বিকাশে বর্তমানে ৮০০টির বেশি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডমিশন ফি ও অ্যাকাডেমিক ফি সহ সব ধরনের ফি পরিশোধের সুবিধা চালু রয়েছে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন