বাক্কো আয়োজিত গভর্নমেন্ট প্রকিউরমেন্ট সিস্টেম বিষয়ক কর্মশালা

বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: গত শনিবার, ১৮ জুন ২০২২, রাজধানীর অ্যামাজন লিলি লেক ভিউ রেসিডেন্সে দিনব্যাপী “ওভারভিউ অফ গভর্নমেন্ট প্রকিউরমেন্ট সিস্টেম ফর সার্ভিসেস” শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে বাক্কো। বিপিও শিল্পের অন্যতম একটি খাত হচ্ছে গভর্নমেন্ট প্রসেস আউটসোর্সিং। যার মাধ্যমে উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে পারে সরকারি প্রতিষ্ঠানগুলো।

দেশের সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহক সেবা, ডাটা এন্ট্রি, সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট, আইটি সাপোর্ট, পাবলিক সার্ভে সহ বিভিন্ন কাজগুলো আউটসোর্স করতে পারে। গভর্মেন্ট প্রসেস আউটসোর্সিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর তথ্যপ্রযুক্তি ভিত্তিক সেবা ক্রয়ে বাক্কো সদস্য প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বৃদ্ধি করা ছিল কর্মশালাটির মূল উদ্দেশ্য। বাক্কো’র ৪৩ টি সদস্য প্রতিষ্ঠান থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এই কর্মশালায়।

কর্মশালাটির উদ্বোধন ঘোষণা করেন তৌহিদ হোসেন, সাধারণ সম্পাদক বাক্কো এবং কর্মশালাটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফয়সাল খান নিবার্হী কর্মকর্তা, আইবিপিসি। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন মোহাম্মদ আতিকুল ইসলাম, উপ-পরিচালক (পরিকল্পনা), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ।

অনুষ্ঠানটিকে প্রাণবন্ত, ফলপ্রসূ ও অর্থবহ করে তোলার জন্য বাক্কোর সহ-সভাপতি তানভীর ইব্রাহীম প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী এবং এই কর্মশালায় পৃষ্ঠপোষকতার জন্য বিজনেস প্রমোশন কাউন্সিলকে ধন্যবাদ জানান এবং কর্মশালা শেষে তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন