ড্যাফোডিল ইউনিভাসিটিতে সাইবার সিকিউরিটি বিষয়ক সচেতনতা বাড়াতে কর্মশালা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটি
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার, সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে ‘ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে সাইবার সিকিউরিটি সচেতনতা’ শিরোনামে কর্মশালায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলাটরি কমিশন (বিটিআরসি) - এর চেয়ারম্যান জনাব শ্যাম সুন্দর শিকদার, ডিআইইউ উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, বিটিআরসি’র ডিরেক্টর জেনারেল বিগ্রেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ, বাংলাদেশ ব্যাংকের সিস্টেম ম্যানেজার (পরিচালক) মো. ইশাক মিয়া, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কামরুল আহসান, ডিআইইউ- এর সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তৌহিদ ভুইয়া, ডি আইইউ সাইবার সিকিউরিটি সেন্টারের পরিচালক মোঃ মারুফ হাসান এবং ডিআইইউ-এর ইন্ড্রাস্ট্রিয়াল ইনোভেশন সেন্টারের প্রজেক্ট পরিচালক আবু তাহের খান।

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীদের সাইবার সিকিউরিটি বিষয়ক সচেতনতা বাড়াতে আজ ৩১শে অক্টোবর আশুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার, সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে ‘ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে সাইবার সিকিউরিটি সচেতনতা’ শিরোনামে এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলাটরি কমিশন (বিটিআরসি) – এর চেয়ারম্যান জনাব শ্যাম সুন্দর শিকদার। কর্মশালায় সভাপতিত্ব করেন ডিআইইউ উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আয়োজনে আরো উপস্থিত ছিলেন বিটিআরসি’র ডিরেক্টর জেনারেল বিগ্রেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ, বাংলাদেশ ব্যাংকের সিস্টেম ম্যানেজার (পরিচালক) মো. ইশাক মিয়া, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কামরুল আহসান, ডিআইইউ- এর সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তৌহিদ ভুইয়া, ডি আইইউ সাইবার সিকিউরিটি সেন্টারের পরিচালক মোঃ মারুফ হাসান  এবং ডিআইইউ-এর ইন্ড্রাস্ট্রিয়াল ইনোভেশন সেন্টারের প্রজেক্ট পরিচালক আবু তাহের খান।

প্রধান অতিথির বক্তব্যে (বিটিআরসি)- এর চেয়ারম্যান জনাব শ্যাম সুন্দর শিকদার বলেন, আমরা প্রতিনিয়ত অসংখ্য কন্টেন্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলার ব্যবস্থা করছি। এর মানে আমাদের ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহার সম্পর্কেও অনেক জানার আছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে রোল মডেল হিসেবে সাইবার সিকিউরিটি সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এর শিক্ষার্থীদের এগিয়ে আসার আহŸান জানান। 

আয়োজনে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলাটরি কমিশন (বিটিআরসি) – এর চেয়ারম্যান ছাড়াও সাইবার সিকিউরিটির বিশেষজ্ঞ অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ডিআইইউ উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান বলেন, আমাদের শিক্ষার্থীরা এইধরনের কর্মশালা থেকে শিখছে এইটা আমাদের জন্য বড় প্রাপ্তি; তবে আমাদের দায়িত্ব এই ধরনের আয়োজনের জ্ঞানকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেয়া, সেই দায়িত্ব এই তরুণ সমাজকেই নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরাও এ কর্মশালায়  স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

বর্তমানে দেশের প্রায় ১২ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে বিশাল সংখ্যক মানুষ বিভিন্ন ভাবে ইন্টারনেটের সুবিধা গ্রহণের পাশাপাশি ভোগান্তির শিকার হচ্ছে। এসব ভোগান্তির অন্যতম প্রধান কারণ হিসেবে অধিকাংশ গবেষণায় বের হয়ে মানুষের ইন্টারনেট ব্যবহারের অসতর্কতা ও অজ্ঞতার বিষয়টি। তাই সাধারণ মানুষকে এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধির প্রাথমিক পদক্ষেপ হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগ নিজেদের শিক্ষার্থীদের এ বিষয়ে জ্ঞানার্জনের দিকে দৃষ্টিপাত করে এবং ক্রমেই এই সচেতনতা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য উদ্বুদ্ধ করে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন