আসছে পারমানবিক মোবাইল ব্যাটারি, চলবে ৫০ বছর

টেকভিশন২৪ ডেস্ক: পারমানবিক শক্তি সম্পন্ন মোবাইলের ব্যাটারি আনতে যাচ্ছে একটি চীনা কোম্পানি। ওই কোম্পানির নাম ‘বেটা ভোল্ট’। তাদের দাবি, এই ব্যাটারি চার্জ ছাড়াই চলবে ৫০ বছর।

কোম্পানি বেটাভোল্ট বলেছে, তাদের উৎপাদিত এই পারমাণবিক ব্যাটারিটিতে মুদ্রার চেয়েও ছোট একটি মডিউলে ৬৩টি আইসোটোপ স্থাপিত।

এক বিবৃতিতে বেটাভোল্ট জানিয়েছে, এই পারমানবিক ব্যাটারি বারবার মোবাইল চার্জ দেওয়া থেকে ব্যাবহারকারিকে মুক্তি দেবে। এই ব্যাটারিটিতে মুদ্রার চেয়েও ছোট একটি মডিউলে ৬৩টি আইসোটোপ থাকবে। যেখানে চার্জ সংরক্ষিত থাকবে।

তবে এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে বেটাভোল্ট। কোম্পানিটি জানিয়েছে, এই ব্যাটারি স্মার্টফোন ছাড়াও মহাকাশ যন্ত্র, এআই সরঞ্জাম, চিকিৎসা সরঞ্জাম, মাইক্রোপ্রসেসর, ড্রোন, রোবটের মতো যন্ত্রে ব্যবহার করা যাবে।

কোম্পানিটি আরও দাবি করেছে, এই ব্যবটারিতে আগুন ধরবে না। এতে পারমাণবিক শক্তি ব্যবহার করা হলেও নেই কোনো তেজস্ক্রিয়তার ঝুঁকি। ২০২৫ সাল নাগাদ এই ব্যাটারি বাজারে আনার পরিকল্পনা রয়েছে তাদের।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন