হোয়াটসঅ্যাপ বিভ্রাট! বার্তা আদান-প্রদান বন্ধ

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্টঃ মেটার মালিকানাধীন প্রতিষ্ঠান জনপ্রিয় ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে। মঙ্গলবার দুপুর ১টা নাগাদ ব্যক্তিগত চ্যাট এবং গ্রুপ চ্যাটে সমস্যা হয়। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো বার্তা ডেলিভার হচ্ছে না। পাশাপাশি ব্যক্তিগত ভাবে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তা সিঙ্গল টিক থেকে ডবল টিক হচ্ছে না। বার্তা আদান প্রদানে বড় রকমের সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা। তবে কেন এমন হচ্ছে তার কোনো ব্যাখ্যা মেটার তরফ থেকে এখনো জানানো হয়নি। মেলেনি।

এদিকে শুধু ভারত নয়, বাংলাদেশি ও মালয়েশিয়ান ব্যবহারকারীরা একই সমস্যা পড়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন অনেকে।

হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ ওয়েব এবং হোয়াটসঅ্যাপ নিউজ ভার্সন ডাউন দেখাচ্ছে।

সাধারণত পরিষেবায় সমস্যা দেখা দিল টুইটারে হোয়াটসঅ্যাপের অফিসিয়াল অ্যাকাউন্টে আপডেট জানানো হয়। এখন পর্যন্ত সেখানে এ ধরনের কোনো কারণ ব্যাখ্যা করতে দেখা যায়নি।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন