হোয়াটসঅ্যাপ আনছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজে নতুন সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের মধ্যে হোয়াটসঅ্যাপ অন্যতম। প্রতিদিন কয়েকশ কোটি ব্যবহারকারী কথোপকথন করে থাকেন। আর প্লাটফর্মটি নতুন সব ফিচার আনতে কাজ করছে। এবার ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচারে আপডেট চালু করতে যাচ্ছে মেটা মালিকানাধীন প্লাটফর্মটি।

ডিসঅ্যাপিয়ারিং মেসেজ এটি এমন একটি ফিচার যার সাহায্যে ব্যবহারকারীর পাঠানো মেসেজ নির্দিষ্ট সময় পর ডিলিট হয়ে যায়। এ নির্দিষ্ট সময় ব্যবহারকারী নিজের ইচ্ছামতো সেট করে রাখতে পারেন। ওয়াবেটাইনফোর তথ্যানুযায়ী, বর্তমানে তিনটি ডিউরেশন সেট করার অপশন রয়েছে।

এগুলো হলো ২৪ ঘণ্টা, সাতদিন ও ৯০ দিন। এ সময়সীমার তালিকায় নতুন ১৫টি অপশন যুক্ত হতে চলেছে। নতুন যুক্ত হবে এক বছর, ১৮০ দিন, ৬০, ৩০, ২১, ১৪, ছয়, পাঁচ, চার, তিন, দুইদিন, ১২ ঘণ্টা, ৬ ঘণ্টা, ৩ ঘণ্টা এবং ১ ঘণ্টা।

নতুন এসব ডিউরেশন চালু হলে নিঃসন্দেহে ব্যবহারকারীদের ডিসঅ্যাপিয়ারিং মেসেজের সুবিধা আরো ভালোভাবে পাবে বলে আশা প্লাটফর্মটির।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন