টেকভিশন ডেস্ক: “দেশের টাকা দেশেই থাকুক” এই স্লোগান নিয়ে দেশের ১৪টি শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে “১০-১০” দেশীয় অনলাইন শপিং উৎসব।
প্রতি বছর অক্টোবর মাসের ১০ তারিখ থেকে ২০ তারিখ ১০ দিন ব্যাপী এই শপিং উৎসব অনুষ্ঠিত হয়। তৃতীয় বছরের মত আয়োজন যাচ্ছে দেশের সংশয়ে বড় এই অনলাইন এই শপিং উৎসব। এবারের ক্যাম্পেইনে প্রতিটি ই-কমার্স সাইট আগামী ১০ দিন নানা ধরণের অফার তাদের অনলাইন কাস্টমারদের।
বিকাশের মাধ্যমে পেমেন্ট করলেই পাওয়া যাবে ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আর পাওয়া যাবে সারাদেশে ফ্রি ডেলিভারি। এছাড়াও থাকবে ৫০% এর বেশি ডিসকাউন্ট ভাউচার , ‘একটা কিনলে একটা ফ্রি’, ফ্ল্যাশ সেলস এবং আরো আকর্ষণীয় অফার। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো প্রতিদিন নির্দিষ্ট সময়ে ‘লাইভ’ ভিডিও প্রোগ্রাম করে বিভিন্ন গিফট ও আকর্ষণীয় অফার দিবে কাস্টমারদের।
এবারের আয়োজনের আয়োজক পার্টনার হিসাবে আছে ই-ক্যাব I আর পেমেন্ট পার্টনার হিসাবে থাকছে বিক্যাশ I
করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে এবারের আয়োজন বিশেষ মাত্রা নিয়ে এসেছে I অনলাইন কেনাকাটা সম্পর্কে একদিকে যেমন অনেক আগ্রহ তৈরী হয়েছে, আবার সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনার প্রেক্ষিতে অনেক কাস্টমারদের মধ্যে অনলাইন শপিং সম্পর্কে আস্থাহীনতার পরিস্থিতিও তৈরী হয়েছে I
এবারের ‘১০-১০’ আয়োজনে অনলাইন কেনাকাটার ব্যাপারে কাস্টমারদের আস্থা সুদৃড় করাকেই মূল লক্ষ্য হিসাবে নেওয়া হয়েছেI শীর্ষস্থানীয় ও প্রতিথযশা এই ১৪টি দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান কাস্টমারদের স্বার্থ সুরক্ষার নিশ্চিত করার ব্যাপারে নিজেদের প্রতিস্রুতির কথা একই প্লাটফর্ম থেকে সম্মিলিত ভাবে ঘোষণা করছেI
ক্যাম্পেইনের সকল তথ্য জানতে : http://tenten.com.bd/